Mamata vs Suvendu, WB Election: নন্দীগ্রামে ধুন্ধুমার লড়াই, মমতার প্রতিপক্ষ শুভেন্দু
নন্দীগ্রাম থেকেই প্রার্থী করা হল শুভেন্দু অধিকারীকে। প্রতিপক্ষ? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: নন্দীগ্রাম থেকেই প্রার্থী করা হল শুভেন্দু অধিকারীকে। ফলে এবার নন্দীগ্রামে নাটকীয় দ্বৈরথের অপেক্ষা। যেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাঁর বিরুদ্ধে বিজেপির তুরুপের তাস শুভেন্দু অধিকারী। যিনি এক সময় মমতারই অন্যতম ভরসার পাত্র ছিলেন।
একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রধান সৈনিক ছিলেন শুভেন্দু। নন্দীগ্রাম আন্দোলনের সময় মমতার ছায়াসঙ্গী ছিলেন। শুভেন্দুকে রাজ্যের মন্ত্রিসভাতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিলেন মমতা। রাজ্যের পরিবহণ মন্ত্রী করেছিলেন শুভেন্দুকে। তবে পরে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়। শোনা যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিরোধের কারণেই শুভেন্দু দলের সুপ্রিমোর বিরাগভাজন হয়ে পড়েন। পরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। এবং গেরুয়া শিবিরে যোগদান করার পর থেকেই অভিষেকের দিকে একের পর এক আক্রমণ করতে শুরু করেন শুভেন্দু।
মমতা আগেই জানিয়েছিলেন, তিনি নন্দীগ্রাম থেকে লড়বেন। শুক্রবার আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রীর ইচ্ছাতেই শিলমোহর দেয় দল। ঘোষণা করা হয়, নন্দীগ্রামেই প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রী। তারপর থেকেই জল্পনা শুরু হয় যে, নন্দীগ্রামে কি বিজেপি প্রার্থী করবে শুভেন্দুকে? দেখা যাবে কি হাইভোল্টেজ লড়াই? শুক্রবারই দিল্লিতে প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিক আলোচনা সেরে নিতে বসেছিল বিজেপি নেতৃত্ব। সেই বৈঠকের পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া রাজ্যের আর এক প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় দাবি করেন, হাইকম্যান্ডের কাছে নন্দীগ্রামেই প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন শুভেন্দুয
শনিবার তাঁর সেই ইচ্ছেকে প্রাধান্য দিল বিজেপি। দিল্লি থেকেই জানিয়ে দেওয়া হল, নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন শুভেন্দু।
প্রথম দু-দফা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পর রবিবার ব্রিগেড সমাবেশ দিয়ে শুরু হচ্ছে বাংলায় বিজেপির মেগা প্রচার। প্রধান বক্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পটাশপুর থেকে অম্বুজাক্ষ মোহান্তি, কাঁথি উত্তর থেকে সুনীতা সিংহ, কাঁথি দক্ষিণ থেকে অরূপকুমার দাস, দাঁতন থেকে শক্তিপদ নায়ের, গোপীবল্লভপুর থেকে সঞ্জীব মাহাতো, বিনপুর থেকে পালন সোরেন, বলরামপুর থেকে বনেশ্বর মাহাতো, জয়পুর থেকে নরহরি মাহাতো, পুরুলিয়া থেকে সুদীপ মুখোপাধ্যায়, ছাতনা থেকে সত্যনারায়ণ মুখোপাধ্যায়, তমলুক থেকে হরেকৃষ্ণ বেরা, ময়না থেকে অশোক ডিন্ডা, নন্দকুমার থেকে নীলাঞ্জন অধিকারী, হলদিয়া থেকে তাপসী মণ্ডলকে প্রার্থী করেছে বিজেপি।