এক্সপ্লোর
‘এক দেশ, এক রেশন কার্ড’-এর কথা বলছেন অর্থমন্ত্রী, এর ফলে কী হবে? দেখুন
ভারতের নাগরিকরা দেশের যে কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে থাকলেই রেশন পাবেন।

Migrant workers and their family members sit on a roadside with their belongings as they move towards their respective hometown states during a government-imposed nationwide lockdown as a preventive measure against the COVID-19 coronavirus, in Faridabad on May 13, 2020. (Photo by Money SHARMA / AFP)
নয়াদিল্লি: দেশের বিভিন্ন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের খাবারের যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য আজ বিশেষ একটি ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি জানিয়েছেন, ‘অগাস্ট মাস থেকে এক দেশ, এক রেশন কার্ড চালু হচ্ছে। যে কোনও রাজ্য থেকে রেশন তোলা যাবে। ভারতের নাগরিকরা দেশের যে কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে থাকলেই রেশন পাবেন।’ আজ অর্থমন্ত্রীর সঙ্গে সাংবাদিক বৈঠকে ছিলেন অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। নির্মলা জানান, ‘এ বছরের অগাস্টের মধ্যেই ২৩টি রাজ্যের ৬৭ কোটি রেশন কার্ড থাকা ব্যক্তি, যা গণবণ্টন ব্যবস্থার ৮৩ শতাংশ, ন্যাশনাল পোর্টেবিলিটির আওতায় চলে আসবেন। ২০২২১-এর মার্চের মধ্যে ১০০ শতাংশ ব্যক্তি এই প্রকল্পের আওতায় চলে আসবেন।’ অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, ‘আগামী দু’মাস পরিযায়ী শ্রমিকদের বিনামূল্যে জনপ্রতি পাঁচ কেজি চাল বা গমের সঙ্গে এক কেজি ডাল দেওয়া হবে। এই সিদ্ধান্তের ফলে আট কোটি পরিযায়ী শ্রমিক উপকৃত হবেন। এই প্রকল্পে ৩,৫০০ কোটি টাকা খরচ হবে।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘আত্মনির্ভর ভারত অভিযান’ প্রকল্পে ২০ লক্ষ কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজের কথা ঘোষণা করেছেন। অর্থমন্ত্রী সেই প্রকল্পেরই বিস্তারিত তথ্য দিচ্ছেন সাংবাদিক বৈঠক করে। তিনি জানিয়েছেন, লকডাউনের ফলে সমস্যায় পড়া ছোট কৃষক, ব্যবসায়ী, হকার ও পরিযায়ী শ্রমিকদের সাহায্য করার জন্য ৯টি নতুন পন্থা নেওয়া হচ্ছে। এর মধ্যে তিনটি উদ্যোগের ফলে উপকৃত হবেন পরিযায়ী শ্রমিকরা। এছাড়া হকার, ছোট ব্যবসায়ী, ছোট কৃষকরাও উপকৃত হবেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
ব্যবসা-বাণিজ্যের
অটো


















