নরেন্দ্র মোদি ‘আমাদের দেশের জনক’, মন্তব্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর স্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় তীব্র ব্যঙ্গ
গতকাল ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করে মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান অম্রুতা।
Wishing the Father of our Country @narendramodi ji a very Happy Birthday - who inspires us to work relentlessly towards the betterment of the society ! #HappyBDayPMModiJi #HappyBdayPMModi #HappyBirthdayPM #happybirthdaynarendramodi pic.twitter.com/Ji2OMDmRSm
— AMRUTA FADNAVIS (@fadnavis_amruta) September 17, 2019
গতকাল ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করে মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানান অম্রুতা। তিনি লেখেন, ‘আমাদের দেশের জনক নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। তিনি আমাদের সমাজের উন্নতির জন্য নিরন্তর কাজ করে চলেছেন।’ এরপরেই শুরু হয় ব্যঙ্গ-বিদ্রুপ।
Best example of sycophancy
— KahaneMeir (@KahaneMeir1) September 17, 2019
For a man who ran away abandoning his wife and never had any legitimate children, Modi sure has a lot of children। First Patra, now Amruta.
— ThaNAMOs (@kabirazad2017) September 17, 2019
What’s common Madam between the Father of the Nation& Father of the country? Simple! Both spun yarns!!! @aipcsouthmumbai @digvijaya_28 @JhaSanjay @ShashiTharoor @nandtara @RiaRevealed @farabruiser @aditigjain @mathewmantony @hmcgindia @raviagarwal108 PM Narendra Modi turns 69!
— sanjiv batra (@batrasanjiv) September 17, 2019
Highly shameful of a CM 's wife to put Modi in the place of our Mahatma Gandhi ji
— RiA (@RiaRevealed) September 17, 2019
"Father"??Bhabhi aap gana gao,modi ji aapko arrest nahi karenge
— aaloo kachaloo (@NANDARITU) September 17, 2019
এর আগেও বিতর্কে জড়ান অম্রুতা। কিছুদিন আগে একটি ক্রুজের কিনারায় দাঁড়িয়ে বিপজ্জনকভাবে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েন তিনি। সেবার ক্ষমা চেয়ে বিতর্ক থামান তিনি। এবার ফের বিতর্কে জড়ালেন অম্রুতা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীও গতকাল মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তবে তাঁর শুভেচ্ছাবার্তা নিয়ে কোনও বিতর্ক হয়নি।