এক্সপ্লোর
Advertisement
বাড়িতে মায়ের রক্তাক্ত মৃতদেহের পাশে কয়েক ঘন্টা একলা ছয়মাসের শিশু
ঠানে পুলিশের মুখপাত্র সুখদা নারকার বলেছেন, সিন্টাদেবী যাদব নামে ওই তরুণীকে কেউ ভোঁতা অস্ত্র দিয়ে আঘাত করে। তাঁকে যখন খুন করা হয়, তখন ছয়মাসের সন্তানকে নিয়ে একাই রাহানাল গ্রামে নিজের বাড়িতে ছিলেন তিনি।
ঠানে: ভিওয়ান্ডিতে বাড়ি থেকে উদ্ধার ২৩ বছরের এক তরুণীর মৃতদেহ। তাঁকে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত বুধবার ওই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় ওই তরুণী একাই বাড়িতে ছিলেন। সঙ্গে ছিল তাঁর ছয় মাসের সন্তান।
পুলিশ সূত্রে খবর, রাত ৮ টা নাগাদ কাজ থেকে বাড়িতে ফিরে শিশুটিকে মায়ের রক্তাক্ত দেহের পাশে বসে থাকতে দেখেন তরুণীর স্বামী।
ঠানে পুলিশের মুখপাত্র সুখদা নারকার বলেছেন, সিন্টাদেবী যাদব নামে ওই তরুণীকে কেউ ভোঁতা অস্ত্র দিয়ে আঘাত করে। তাঁকে যখন খুন করা হয়, তখন ছয়মাসের সন্তানকে নিয়ে একাই রাহানাল গ্রামে নিজের বাড়িতে ছিলেন তিনি।
তরুণীর দেহ ময়নাতনন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় নারপোলি থানায় একটি খুনের মামলা রুজু করা হয়েছে। এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করেনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
জেলার
Advertisement