এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
আমি এখন মন্ত্রী না থাকলে এয়ার ইন্ডিয়া কেনার জন্য দরপত্র জমা দিতাম, মন্তব্য পীযূষ গয়ালের
বর্তমানে এয়ার ইন্ডিয়ার ক্ষতির পরিমাণ ৮০ হাজার কোটি টাকা। কেন্দ্রীয় সরকার বেশ কিছুদিন ধরেই এয়ার ইন্ডিয়া বিলগ্নীকরণের চেষ্টা চালাচ্ছে। তবে এখনও এ বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
![আমি এখন মন্ত্রী না থাকলে এয়ার ইন্ডিয়া কেনার জন্য দরপত্র জমা দিতাম, মন্তব্য পীযূষ গয়ালের Would have bid for Air India, if I was not a Minister: Piyush Goyal in Davos আমি এখন মন্ত্রী না থাকলে এয়ার ইন্ডিয়া কেনার জন্য দরপত্র জমা দিতাম, মন্তব্য পীযূষ গয়ালের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/01/24042949/piyush-goyal-afp.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দাভোস: ঋণের ভারে জর্জরিত এয়ার ইন্ডিয়া কিনতে চান রেলমন্ত্রী পীযূষ গয়াল! তিনি নিজেই এ কথা জানিয়েছেন। সুইৎজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে ভারত বিষয়ক এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি যদি আজ মন্ত্রী না থাকতাম, তাহলে এয়ার ইন্ডিয়া কেনার জন্য দরপত্র জমা দিতাম। বিশ্বের অন্যতম সেরা কিছু দ্বিপাক্ষিক উড়ান রয়েছে এই সংস্থার। আরও অনেকগুলি উন্নত মানের বিমান নিয়ে এয়ার ইন্ডিয়াকে যদি ভালভাবে পরিচালনা করা যায় এবং দ্বিপাক্ষিক উড়ান ব্যবহার করা হয়, তাহলে আমার কাছে সেটা সোনার খনি ছাড়া আর কিছু নয়।’
বর্তমানে এয়ার ইন্ডিয়ার ক্ষতির পরিমাণ ৮০ হাজার কোটি টাকা। কেন্দ্রীয় সরকার বেশ কিছুদিন ধরেই এয়ার ইন্ডিয়া বিলগ্নীকরণের চেষ্টা চালাচ্ছে। তবে এখনও এ বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
কয়েকটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক উড়ানের বিষয়ে চুক্তি রয়েছে এয়ার ইন্ডিয়ার। এই চুক্তি অনুসারে, সংশ্লিষ্ট দু’টি দেশের বিমান সংস্থাকে নির্দিষ্ট আসন সহ পরিষেবা চালু করার সুবিধা দেওয়া হয়। এয়ার ইন্ডিয়ার এই পরিষেবার কথাই উল্লেখ করেছেন রেলমন্ত্রী। তিনি আরও জানিয়েছেন, ‘সবার আগে অর্থনীতিকে ফের চাঙ্গা করার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার যদি এই রত্নগুলিকে বিলগ্লীকরণের চেষ্টা করত, তাহলে ভাল মূল্য পেত না।’
এদিকে, কেন্দ্রীয় সরকার দ্বিতীয়বার এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়ার অধীনস্থ সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিক্রির চেষ্টা শুরু করেছে। দরপত্র চাওয়া হয়েছে। মোদি সরকার জানিয়ে দিয়েছে, এয়ার ইন্ডিয়াকে আর আর্থিক সাহায্য দেওয়া হবে না। তার বদলে হাসপাতাল, স্কুল, রাস্তা তৈরির জন্য টাকা খরচ করা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
খবর
ফুটবল
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)