Cyclone Yaas Live Updates: কাল ইয়াসবিধ্বস্ত অঞ্চল পরিদর্শনে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী
Yaas Cyclone Live Updates in West Bengal: গতকাল, বুধবার সকাল সোয়া ৯টা নাগাদ শুরু হয় ল্যান্ড ফল। প্রায় ৪ ঘণ্টা ধরে চলে ল্যান্ড ফল প্রক্রিয়া। দুপুর ১টা ৯ মিনিটে এই প্রক্রিয়া শেষ হয়। ইয়াস আছড়ে পড়ার আগে আজ সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়া বইতে শুরু করে।
LIVE
Background
নির্ধারিত সময়ের আগেই ওড়িশার বালেশ্বরের দক্ষিণ দিকে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ইয়াস। গতকাল, বুধবার সকাল সোয়া ৯টা নাগাদ শুরু হয় ল্যান্ড ফল। প্রায় ৪ ঘণ্টা ধরে চলে ল্যান্ড ফল প্রক্রিয়া। দুপুর ১টা ৯ মিনিটে এই প্রক্রিয়া শেষ হয়। ইয়াস আছড়ে পড়ার আগে আজ সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। সঙ্গে শুরু হয় বৃষ্টি। সকাল সাড়ে ৯টা নাগাদ ল্যান্ড ফলের সময় কলকাতায় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৬২ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের সবথেকে বেশি প্রভাব পড়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। দিঘায় সকাল সাড়ে ৯টায় ইয়াসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮৮ কিলোমিটার। ওই সময়ে ফ্রেজারগঞ্জে ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৬৮ কিলোমিটার। ইয়াসের প্রভাবে আজ রাজ্যের পশ্চিমাঞ্চল ও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা।
Cyclone Yaas Live Updates: ঘূর্ণিঝড়ের জেরে প্রবল জলোচ্ছ্বাসে তছনছ দিঘা
ঘূর্ণিঝড়ের জেরে প্রবল জলোচ্ছ্বাসে তছনছ দিঘা। ভেঙে পড়েছে সমুদ্র সৈকত সংলগ্ন দোকানপাট। বিপর্যস্ত চাঁদপুরের পর্যটনকেন্দ্রও। জলের তলায় গ্রামের পর গ্রাম। সব হারিয়ে নিঃস্ব বহু পরিবার।
Yaas Cyclone Live: ইয়াসের তাণ্ডবলীলার ক্ষত সুন্দরবনজুড়ে
ইয়াসের তাণ্ডবলীলার ক্ষত সুন্দরবনজুড়ে। গোসাবা, পাখিরালয়, ঝড়খালি প্রভৃতি এলাকায় গ্রামের পর গ্রাম জলমগ্ন। দেখা দিয়েছে পানীয় জলের সমস্যা।
Cyclone Yaas Live Updates: বাঁধ নির্মাণ নিয়ে সেচ দফতরকে কড়া প্রশ্ন মুখ্যমন্ত্রীর
আমফানের পর বাঁধ মেরামতি হলেও, এক বছরের মধ্যে তা কেন ভেসে গেল? কোথাও কোথাও বাঁধ নির্মাণের কাজ শুরু হলেও, নির্দিষ্ট সময় পর কেন তা শেষ হল না? সেচ দফতরকে প্রশ্ন মুখ্যমন্ত্রীর। তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি।
Yaas Cyclone Live: কালীঘাট মন্দিরের দরজা পর্যন্ত জল
অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস এখন নিম্নচাপ। তার জেরে কলকাতার বিভিন্ন অংশে দফায় দফায় বৃষ্টি। জল জমেছে কালীঘাটের বিভিন্ন অংশে। কালীঘাট মন্দিরের দরজা পর্যন্ত জল। কটালের কারণে লক গেট বন্ধ ছিল বিকেল ৪টে পর্যন্ত। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে দমকা হাওয়া। কটালের কারণে জল বাড়ছে গঙ্গায়।
Cyclone Yaas Live Updates: কাল বাংলা-ওড়িশা পরিদর্শনে প্রধানমন্ত্রী
কাল বাংলা-ওড়িশা পরিদর্শনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কপ্টারে ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি পরিদর্শন করবেন তিনি। পূর্ব মেদিনীপুর, বালেশ্বর, ভদ্রকে ক্ষয়ক্ষতি পরির্দশনের পর ভুবনেশ্বরে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।