এক্সপ্লোর
Advertisement
যোগী সরকারের নিষেধাজ্ঞা চাপানোর জের, কানপুর থেকে চামড়ার কারখানা সরছে বানতলায়
কানপুর: উত্তরপ্রদেশ সরকার কুম্ভমেলার আগে গঙ্গা পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে তিনমাসের জন্য চামড়ার কারখানাগুলি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এই সিদ্ধান্তে ট্যানারি মালিকরা ক্ষুব্ধ। এর ফলে লাভবান হতে চলেছে বাংলা। চামড়ার কারখানাগুলি কানপুর থেকে সরে আসছে বানতলায়। ইতিমধ্যেই ১২টি ট্যানারিকে জমি দিয়েছে রাজ্য সরকার। মোট ৮০টি ট্যানারি বানতলায় জমির জন্য আবেদন জানিয়েছে। কানপুরের শিল্পপতিরা পশ্চিমবঙ্গে প্রায় হাজার কোটি টাকা বিনিয়োগ করবেন বলে জানিয়েছেন চর্মজাত পণ্য রফতানি বিষয়ক সংগঠনের কর্তা জাভেদ ইকবাল।
উত্তরপ্রদেশের চর্মশিল্প সংগঠনের সহ-সভাপতি ইফতিখার-উল-আমিন জানিয়েছেন, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে তাঁর কারখানার জন্য জমির অনুমোদনের চিঠি পেয়েছেন। তিনি আশা করছেন, আরও অনেক শিল্পপতিই দ্রুত বানতলায় জমি পাবেন।
কানপুর ও উন্নাওয়ে মোট ৪৪০টি ট্যানারি আছে। গত বছরের ১৫ ডিসেম্বর থেকে তিনমাসের জন্য ট্যানারিগুলি বন্ধ রাখার নির্দেশ দেয় যোগী আদিত্যনাথ সরকার। এতে ক্ষুব্ধ ইকবালের প্রশ্ন, ১৫ মার্চ পর্যন্ত ট্যানারি বন্ধ রাখতে হলে শিল্পপতিরা কী তৈরি করবেন আর কী বিক্রি করবেন? তাঁর মতে, চামড়ার কারখানার জন্য কানপুর-উন্নাওয়ের চেয়ে কলকাতা ভাল জায়গা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement