Operational Sindoor: অপারেশন সিঁদুরে মৃত মাসুদ আজহারের ভাই আবদুল রউফ আজহার, কান্দাহার বিমান অপহরণের মাস্টারমাইন্ড ছিল সে
Abdul Rauf Azhar: কান্দাহার বিমান অপহরণ অর্থাৎ আইসি-৮১৪ হাইজ্যাকের মাস্টারমাইন্ড ছিল এই আবদুল রউফ আজহার।

Operational Sindoor: অপারেশন সিঁদুরে মৃত মাসুদ আজহারের ভাই আবদুল রউফ আজহার। জইশ-ই-মহম্মদের অপারেশনাল কমান্ডার ছিল এই কুখ্যাত জঙ্গি। ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকাতেও ছিল নাম। কান্দাহার বিমান অপহরণ অর্থাৎ আইসি-৮১৪ হাইজ্যাকের মাস্টারমাইন্ড ছিল এই আবদুল রউফ আজহার। ইহুদি সাংবাদিক ড্যানিয়েল পার্লের অপহরণ, অত্যাচার, মুণ্ডচ্ছেদ করে হত্যার পিছনেও মূল মাথা ছিল এই আবদুল রউফ আজহারই।
আগেই জানা গিয়েছে, অপারেশন সিঁদুর- এ মৃত্যু হয়েছে জইশ প্রধান মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্যের। মৃত্যু হয়েছে মাসুদের চারজন সহকারীরও। তখনই জানা গিয়েছিল, মাসুদ আজহারের ভাই আবদুল রউফ আজহার ভারতের প্রত্যাঘাতে গুরুতর জখম হয়েছে। এবার প্রকাশ্যে এসেছে তার মৃত্যুর খবর।
অপারেশন সিঁদুর, একেবারে টার্গেট অ্যাটাক। লক্ষ্য স্থির করে জঙ্গি ঘাঁটি ধ্বংসের প্রমাণ দিল ভারতীয় সেনা। বাহাওয়ালপুরে জইশের সদর দফতর, যেখানে জঙ্গিরা থাকত, এর সঙ্গে রয়েছে জইশ পরিচালিত মাদ্রাসা এবং কমান্ড সেন্টার, যেখানে জইশ প্রধান মাসুদ আজহারের পরিবার থাকত। আশেপাশে আরও বাড়ি রয়েছে। কিন্তু সুনির্দিষ্টভাবে জইশের হেড কোয়ার্টারেই প্রত্যাঘাত করা হয়েছে।
লস্কর-ই-তৈবার ঘাঁটির মতো, অপারেশন সিঁদুরে একই হাল হয়েছে জইশের ঘাঁটিরও। তবে শুধু ঘাঁটি নয়, জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের গোটা হেডকোয়ার্টারই উড়িয়ে দিয়েছে ভারত। বাহওয়ালপুরে জইশের মূল ডেরায় চলেছে অপারেশন সিঁদুর। আর তাতে, মৃত্যু হয়েছে জইশ প্রধান মাসুদ আজহারের সহযোগী ও পরিবারের সদস্য় সহ ১৪ জনের। কিন্তু তাতে আফশোস বা হতাশা, কোনওটাই নেই বলে প্রতিক্রিয়া দিয়েছেন জইশ প্রধান মাসুদ আজহার।
মঙ্গলবার রাত ১টা ৫ মিনিট নাগাদ পাকিস্তানে প্রত্যাঘাত করেছে ভারত। ২৫ মিনিটের নিখুঁত অপারেশনে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ৯টি জঙ্গি ঘাঁটি। এই তালিকায় জইশ-ই-মহম্মদ, হিজবুল মুজাহিদিন এবং লস্কর-ই-তৈবার হেডকোয়ার্টার এবং একাধিক ঘাঁটি রয়েছে। বেছে বেছে শুধু জঙ্গি ঘাঁটিগুলিতে হামলা চালিয়েছে ভারত। পাকিস্তানের সামরিক বাহিনীর কোনও পরিকাঠামো কিংবা সাধারণ মানুষকে নিশানা করা হয়নি।
ভারতের প্রত্যাঘাতের পর থেকেই অশান্ত রয়েছে নিয়ন্ত্রণরেখা বরাবর বিভিন্ন সীমান্ত। বিনা প্ররোচনায় অবাধে গুলি চালাচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী। ব্যাপক গোলাবর্ষণ করা হয়েছে পুঞ্চ সেক্টরে। খালি করা হচ্ছে সীমান্তবর্তী বিভিন্ন গ্রাম। পুঞ্চ সেক্টরে পাকিস্তানের গোলায় শহিদ হয়েছেন ভারতীয় সেনা ল্যান্স নায়েক দীনেশ কুমার। এই জওয়ান-সহ ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তাদের মধ্যে রয়েছেন মহিলা এবং শিশুরাও। অন্তত ৫০ জনের কাছাকাছি এই পুঞ্চেই আহত হয়েছেন বলে খবর।






















