করোনায় আক্রান্ত কলকাতা মেডিক্যাল কলেজের প্রায় ৪০ জন চিকিৎসক, ঘাটতি মেটাতে স্বাস্থ্যভবনকে চিঠি অধ্যক্ষার
এঁরা সকলেই করোনা চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন....
![করোনায় আক্রান্ত কলকাতা মেডিক্যাল কলেজের প্রায় ৪০ জন চিকিৎসক, ঘাটতি মেটাতে স্বাস্থ্যভবনকে চিঠি অধ্যক্ষার About 40 medics of Kolkata Medical College Hospital COVID-19 positive করোনায় আক্রান্ত কলকাতা মেডিক্যাল কলেজের প্রায় ৪০ জন চিকিৎসক, ঘাটতি মেটাতে স্বাস্থ্যভবনকে চিঠি অধ্যক্ষার](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/09/10001008/Medical-College.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: মাসখানেকের মধ্যে করোনা আক্রান্ত কলকাতা মেডিক্যাল কলেজের প্রায় ৪০ জন চিকিৎসক। আক্রান্তদের মধ্যে রয়েছেন বিভিন্ন বিভাগের জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকরা।
হাসপাতাল সূত্রে খবর, এঁরা সকলেই করোনা চিকিৎসার সঙ্গে যুক্ত ছিলেন। এই পরিস্থিতিতে চিকিত্সকদের ঘাটতি মেটাতে অতিরিক্ত চিকিৎসক চেয়ে স্বাস্থ্যভবনকে চিঠি দিয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষা মঞ্জু বন্দ্যোপাধ্যায়।
চিঠিতে উল্লেখ, হাসপাতালের ১৪ জন পিজিটিভ ও ১২ জন অধ্যাপক-চিকিৎসক করোনা আক্রান্ত। কেউ হাসপাতালে চিকিৎসাধীন, কেউ কোয়ারেন্টিনে রয়েছেন।
পাশাপাশি, কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা রোগীদের জন্য আরও ১০০টি বেড তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে চিকিৎসকের সঙ্কট দেখা দিয়েছে। সেই কারণে স্বাস্থ্য দফতরের কাছে চিকিৎসক পাঠানোর আর্জি জানিয়েছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)