(Source: Poll of Polls)
ABP India@2047 Summit: লক্ষ্য 'বিকশিত ভারত', ২০৪৭ পর্যন্ত কেমন হবে দেশের রোডম্যাপ? শুনুন প্রধানমন্ত্রীর মুখে, সরাসরি
পাখির চোখ ২০৪৭। তৃতীয় পাণ্ডবের মতোই লক্ষ্যভেদে অবিচল ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলে দেবেন আগামীর রুট ম্যাপ। কোথায় দেখবেন?

২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে এগিয়ে চলেছে দেশ। স্বাধীনতার ১০০ বছরে, অর্থাৎ ২০৪৭ সালের মধ্যে ভারতকে জগৎ সভার শ্রেষ্ঠ আসনে বসানোর অঙ্গীকার নিয়েছে সরকার। আগামী ২২ বছরের মধ্যে সর্বার্থেই বিকশিত ভারতের স্বপ্ন দেখছে দেশবাসী। স্বাধীনতার ৭৫ টি বছর পার করে এক গুরুত্বপূর্ণ সময়ে দাঁড়িয়ে এই উপমহাদেশ। সারা পৃথিবীর তাবড় শক্তিশালী দেশের বিশেষ আস্থা অর্জন করেছে ভারত। স্বাধীনতার শতবর্ষে উন্নত ভারত গড়ে তোলাই এখন দেশবাসীর অগ্রাধিকার।
পাখির চোখ ২০৪৭
এদেশের ইতিহাস ভরা শৌর্যগাথায়। শিল্প-সাহিত্য-সংস্কৃতির পীঠস্থান ভারত বিজ্ঞানেও একের পর এক মাইলফলক ছুঁয়েছে। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারেও গড়েছে নজির। ডিজিট্যাল ইন্ডিয়ার স্বপ্ন এখন অনেকটা হাতের মুঠোয়। ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে ভারতের স্বপ্ন ২০৪৭ সালের মধ্যে শিখর স্পর্শ করা। যদিও পথটা কুসুমাস্তীর্ণ নয় । তবে সে-সব প্রতিকূলতাকে জয় করেও ছুঁতেই হবে লক্ষ্য। পাখির চোখ ২০৪৭। তৃতীয় পাণ্ডবের মতোই লক্ষ্যভেদে অবিচল ভারত।
দিশা দেখাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
১৯৪৭ সালে সদ্য স্বাধীন হওয়া আমাদের দেশ ৭৫ বছর পার করে আজ অনেকটাই স্বয়ংসম্পূর্ণ। বরং বিশ্বের অনেক গুরুভারই সে আজ নিতে পারে স্বচ্ছন্দে। শতবর্ষে শ্রেষ্ঠ আসনলাভের চেতনা থেকেই ABP নেটওয়ার্ক উদ্যোগ ABP India@2047 Summit. যেখানে আগামীর রোডম্যাপ থেকে এবং লক্ষ্যজয়ের নিরিখে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের অবস্থান নিয়ে আলোচনা করবেন দেশ বিদেশের থিঙ্ক ট্যাঙ্করা। থাকবেন বিভিন্ন ক্ষেত্রে অগ্রণীরা। এই মঞ্চেই দেশকে আগামীর দিশা দেখাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী কয়েক বছরের মধ্যে কীভাবে লক্ষ্যভেদ করা যায়, সেই পথই দেখাবেন তিনি।
কে কে বক্তা
এছাড়াও নিজ নিজ ক্ষেত্রে অগ্রগতির নীলনকশা এঁকে দেবেন অভিনেতা আমির খান, ভারতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর, টেলিভিশন উপস্থাপক এবং লেখক বিয়ার গ্রিলস এবং সেলিব্রিটি শেফ গ্যারি মেহিগান প্রমুখ।
কোথায় দেখবেন
ভবিষ্যৎ যেখানে অংশ নিন সেখানে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বক্তব্য শুনতে ও অন্যান্য বক্তাদের ভাবনা জানতে দেখুন ABP নেটওয়ার্ক। ABP LIVE-এর সব ভাষার অফিসিয়াল ইউটিউব চ্যানেল https://www.youtube.com/@abpanandatv - এ এবং bengali.abplive.com ওয়েবসাইটে।























