Kolkata Airplane:'টেক অফের' আগে বিমানে পাখির ধাক্কা, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল কলকাতাগামী বিমান
Accident Avoided In Kolkata Bound Flight:অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল কলকাতাগামী বিমান। লখনউ বিমানবন্দর থেকে 'টেক অফের' সময় বিপত্তি। 'টেক অফের' আগে বিমানে পাখির ধাক্কা বলে আশঙ্কা।
ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল কলকাতাগামী বিমান (Accident Avoided In Kolkata Bound Flight)। লখনউ বিমানবন্দর (Lucknow Airport) থেকে 'টেক অফের' (Take Off) সময় বিপত্তি। 'টেক অফের' আগে বিমানে পাখির ধাক্কা বলে আশঙ্কা। রানওয়ের থেকেই বিমান ঘুরিয়ে ফিরিয়ে নেন পাইলট।
কী ঘটেছিল?
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সকাল ১০টা ৫০ নাগাদ এয়ার এশিয়ার এই বিমানটি লখনউ থেকে কলকাতা আসার জন্য নির্ধারিত ছিল। ঠিক টেক অফের সময় পাইলট টের পান, বিমানের সঙ্গে কিছু একটার সংঘর্ষ হয়েছে। সেই সময় আৎকালীন ব্রেক কষে বিমান থামান তিনি। তার পর ট্যাক্সিং বে-তে নিয়ে আসা হয় বিমানটিকে। সমস্ত যাত্রীকে বিমান থেকে নামানোও হয় এর পর। এয়ার এশিয়ার তরফে জানা যায়, পাখির সঙ্গে ধাক্কা লেগেছিল বিমানটির। তাতে বেশ কিছু অংশে গণ্ডগোল হয়েছে। তবে চালকের তৎপরতায় বড়সড় বিপর্যয় এড়ানো গিয়েছে। ওই বিমানে যে যাত্রীরা ছিলেন, তাঁদের সকলকে পরে অন্য বিমানে করে কলকাতা বিমানবন্দরে নিয়ে আসা হয়। ঘটনাচক্রে, এদিনই ইন্ডিগোর একটি বিমানে এক যাত্রীর আপৎকালীন দরজা খোলা নিয়ে তোলপাড় পড়েছে।
হইচই আপৎকালীন দরজা খোলা নিয়ে...
বিমান তখনও আকাশে। অবতরণে আর কিছুক্ষণ বাকি। হঠাৎ বিমানের আপৎকালীন দরজা খোলা ধরে টানাটানি শুরু করলেন এক যাত্রী । দরজা খুলবেন, এমনই ইচ্ছা। কিন্তু ঠিক সময়ে সতর্ক হয়ে যান বিমানকর্মীরা। পাইলটকে জানান। একেবারে নিয়ম মেনে সাবধান করা হয় 'ইন্ডিগো'-র উড়ানের ওই যাত্রীকে, জানাচ্ছে সংবাদসংস্থা এএনআই। নাগপুর থেকে মুম্বই যাচ্ছিল ইন্ডিগোর ওই বিমান। হঠাৎই উড়ানের এমার্জেন্সি এক্সিট বা আপৎকালীন দরজা খোলার চেষ্টা করতে থাকেন এক যাত্রী। তবে উড়ানের নিরাপদ যাত্রার জন্য যা প্রয়োজন, তার সঙ্গে কোনও আপস করা হয়নি বলে জানিয়েছেন ইন্ডিগো কর্তৃপক্ষ। ইতিমধ্যে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট দায়ের করা হয়েছে। ঘটনাচক্রে, গত ডিসেম্বরেই ইন্ডিগো-র একটি উড়ানে কার্যত এক ধরনের আরও একটি ঘটনার কথা শোনা গিয়েছিল। ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন জানিয়েছিল, গত ১০ ডিসেম্বর চেন্নাই-তিরুচিরাপল্লিগামী বিমানের আপৎকালীন দরজা খুলে ফেলেন এক যাত্রী। তবে তখনও বিমান টেক অফ না করায় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানায় এই অসামরিক বিমান নিয়ামক সংস্থা। পরে অসামরিক বিমান মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান, ওই যাত্রী আর কেউ নন, তেজস্বী সূর্য। ভুল করে দরজা খুলে ফেলেছিলেন তিনি। পরে ক্ষমাও চেয়ে নেন।
আরও পড়ুন:ওড়িশার স্বাস্থ্যমন্ত্রীকে বুকে গুলি, আশঙ্কাজনক মন্ত্রী