এক্সপ্লোর
দত্তাবাদে অ্যাপ ক্যাবকে পাশ কাটাতে বাড়িতে ঢুকল লরি, আহত দম্পতি
পরে ক্রেনের সাহায্যে লরিটি সরানো হয়। লরি চালক পলাতক।

কলকাতা: ই এম বাইপাসের ওপর দত্তাবাদে একটি অ্যাপ ক্যাবকে পাশ কাটাতে গিয়ে বাড়িতে ঢুকে পড়ল লরি। এতে এক দম্পতি আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িটি ও পাশের দোকান। গতকাল রাত ৩ টে নাগাদ ঘটেছে দুর্ঘটনা। সায়েন্স সিটি থেকে উল্টোডাঙার দিকে যাওয়ার সময় বেঙ্গল কেমিক্যালের কাছে একটি অ্যাপ ক্যাবকে পাশ কাটাতে গিয়ে লরি চালক নিয়ন্ত্রণ হারান। লরিটি উল্টো দিকের লেনে গিয়ে রাস্তার পাশের একটি বাড়িতে ঢুকে পড়ে। আহত হন ওই বাড়ির বাসিন্দা এক দম্পতি। তাঁদের সন্তান অল্পের জন্য রক্ষা পায়।আহত দম্পতি বিধাননগর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। পরে ক্রেনের সাহায্যে লরিটি সরানো হয়। লরি চালক পলাতক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















