এক্সপ্লোর
ইনি আমির খানের সহ অভিনেতা, এখন ঠেলায় বেচেন তরিতরকারি
জাভেদ হায়দার বাবর ছবিতে কাজ করেছেন, এছাড়া তাঁকে দেখা গিয়েছে টিভি সিরিয়াল জেনি অওর জুজু-তে।

মুম্বই: গুলাম-এ আমির খানের সঙ্গে কাজ করেছেন। আর এখন রাস্তায় তরিতরকারি বেচে সংসার চালান ছোট পর্দার অভিনেতা জাভেদ হায়দার। অভিনেত্রী ডলি বিন্দ্রা টুইটারে শেয়ার করেছেন তাঁর তরকারি বিক্রির ভিডিও। ভিডিওয় দেখা যাচ্ছে, সবজি বেচতে বেচতেই হায়দার টিকটক ভিডিও করছেন। ক্রেতার হাতে এক প্যাকেট টমেটো তুলে দিচ্ছেন, সঙ্গে লিপ সিঙ্ক করছেন দুনিয়া মে রহনা হ্যায় তো কাম কর প্যারে গানের সঙ্গে। দেখুন ভিডিওটি
He is an actor aaj woh sabzi bech raha hain javed hyder pic.twitter.com/4Hk0ICr7Md
— Dolly Bindra (@DollyBindra) June 24, 2020
জাভেদ হায়দার বাবর ছবিতে কাজ করেছেন, এছাড়া তাঁকে দেখা গিয়েছে টিভি সিরিয়াল জেনি অওর জুজু-তে। ২০১৭-য় মুক্তি পায় তাঁর ছবি লাইফ কি অ্যায়সি কি ত্যায়সি। করোনা সংক্রমণের জেরে অন্যান্য ক্ষেত্রের মত বলিউডও বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ছোটখাটো কাজ করে জীবনধারণের চেষ্টা করছেন বহু অভিনেতা অভিনেত্রী। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















