Earthquake News: ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ভারত, আফগানিস্তানে ভয়াবহ কম্পন
Earthquake Updates: এনসিএসের মতে, ভূমিকম্পটি ৭৫ কিলোমিটার গভীরে হয়েছিল

নয়া দিল্লি: কিছুদিনের মধ্যেই ফের কম্পন। দুলে উঠল পায়ের তলা। ভূমিকম্পে কাঁপল আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকা। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রিখটার স্কেলে ৫.৯ মাত্রায় কম্পন হয়েছে। হিন্দুকুশ পর্বতমালা অঞ্চলে এই কম্পন তীব্রভাবে অনুভূত হয়েছে।
এনসিএসের মতে, ভূমিকম্পটি ৭৫ কিলোমিটার গভীরে হয়েছিল। ৫.৯ মাত্রার ভূমিকম্পটি গুরুতর ক্ষয়ক্ষতির জন্য যথেষ্ট শক্তিশালী বলে মনে করা হয়, বিশেষ করে ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে। তবে এখনও পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
দিন কয়েক আগেই ভূকম্পন অনুভূত হয়েছিল আফগানিস্তানে। সেই সময় ন্যাশনাল সেন্টার ফর সেসমোলজি জানিয়েছিল, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৯। এর আগে, গত ১৩ তারিখে ভূমিকম্প অনুভূত হয়েছিল আফগানিস্তানে। এর মাত্র ছিল ৪। মাটি থেকে মাত্র ১০ কিলোমিটার নিচে ছিল ওই ভূমিকম্পের উৎস। ১০ মার্চ একই মাত্রার ভূমিকম্প আঘাত হানে আফগানিস্তানে। ওই ভূমিকম্পেরও উৎপত্তিস্থল ছিল হিন্দুকুশ পার্বত্য অঞ্চল।
হিন্দুকুশ পার্বত্য এলাকায়, যা কিনা ইউরেশিয়ান এবং ইন্ডিয়ান টেকটোনিক প্লেটের সংযোগস্থল। সেই এলাকাতেই বারংবার কম্পন অনুভূত হচ্ছে।
ভারতীয় ভূখণ্ড কি সত্যিই ভেঙে পড়তে পারে? ভারতের ভূতাত্ত্বিক ভবিষ্যৎ সম্পর্কে একটি নতুন গবেষণায় এক ভয়াবহ বিষয় উঠে এসেছে। এই গবেষণা অনুসারে, ভারতীয় প্লেট দুটি ভাগে বিভক্ত হতে পারে। আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়নে প্রকাশিত একটি রিপোর্টে এই তথ্য প্রকাশ পেয়েছে। ভূতাত্ত্বিকরা তাদের গবেষণায় দেখেছেন যে ভারতীয় উপমহাদেশের প্লেট দুটি ভাগে বিভক্ত হয়ে পৃথিবীর মধ্যে ডুবে যেতে চলেছে। যা ভারতের ভূতাত্ত্বিক পরিস্থিতিকে চিরতরে নতুন আকার দিতে পারে।
ভূমিকম্পের ফলে ভারতীয় উপমহাদেশে এই পরিবর্তনের ফলে সৃষ্ট ভূমিকম্প এবং অন্যান্য অনেক বিপদ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুসারে, ৬ কোটি বছর আগে ইউরেশিয়ান প্লেটের সঙ্গে সংঘর্ষে তৈরি হওয়া ভারতীয় প্লেটটি এখন সম্পূর্ণ নতুন একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে এবং এই প্রক্রিয়াটিকে বলা হয় ডিলামিনেশন।






















