এক্সপ্লোর
Advertisement
বিহার-উত্তর প্রদেশের ১০০০ শ্রমিককে ট্রেনে বাড়ি পাঠালেন সোনু
যা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারগুলি করতে পারেনি, তাই একার উদ্যোগে সফলভাবে করে দেখিয়ে দিচ্ছেন তিনি।
মুম্বই: ১৭৭টি মেয়েকে এর আগে বিমানে কেরালা পাঠিয়েছেন। এবার ১০০০ শ্রমিককে ট্রেনে করে বিহার ও উত্তর প্রদেশে ফেরত পাঠালেন সোনু সুদ। প্রত্যেকের হাতে কনফার্মড টিকিট ধরিয়েছেন তিনি।
লকডাউনে বাড়ি ফিরতে হাঁটাই ভরসা হাজার হাজার শ্রমিকের। দেশের বিভিন্ন জায়গা থেকে মাইলের পর মাইল পায়ে হেঁটে তাঁরা বাড়ির পথ ধরেছেন। কষ্টে গর্ভবতীর পথেই প্রসব হয়ে যাচ্ছে, আবার মায়ের মুখ দেখার আগেই মারা যাচ্ছে সদ্যজাত সন্তান। এঁদেরই ত্রাণকর্তা হিসেবে এসে দাঁড়িয়েছেন বলিউডের ফ্লপ নায়ক সোনু সুদ। নিজের খরচায় এই শ্রমিকদের বাড়ি পৌঁছনোর ব্যবস্থা করছেন তিনি। সকলের হাতে তুলে দিচ্ছেন গরম খাবারের প্যাকেট, জলের বোতল, মাস্ক, স্যানিটাইজার, যাতে তাঁরা নিরাপদে বাড়ি পৌঁছতে পারেন। যা কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারগুলি করতে পারেনি, তাই একার উদ্যোগে সফলভাবে করে দেখিয়ে দিচ্ছেন তিনি।
সোনু অবশ্য এক সাক্ষাৎকারে বলেছেন, মহারাষ্ট্র সরকার দুটি স্পেশাল ট্রেন দিয়ে তাঁকে সমর্থন করেছে, তার ফলে শ্রমিকদের বিহার, উত্তর প্রদেশ পাঠাতে পেরেছেন তিনি। ট্রেন ছেড়েছে থানে স্টেশন থেকে। নিজে দাঁড়িয়ে শ্রমিকদের বিদায় জানিয়েছেন সোনু।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement