এক্সপ্লোর
Sukhoi Su-30 MKI: ব্রহ্মোস মিসাইলে শত্রুঘাঁটিকে ছারখার, নিখুঁত চালে লক্ষ্যভেদ, ভারতের যুদ্ধবিমান সুখোই ৩০-এর গর্জনে কাঁপে শত্রুপক্ষ
বিশেষজ্ঞদের মতে, সুখোই-এর ডিজাইন করাই হয়েছে মাঝ-আকাশের যুদ্ধের কথা ভেবেই

বিশ্বের অন্যতম সেরা চতুর্থ প্রজন্মর যুদ্ধবিমান
1/8

দু-দশক আগে রাশিয়া থেকে এক যুদ্ধবিমান এসেছিল ভারতে। নাম সুখোই-৩০ এমকেআই। রুশ নির্মিত মাল্টি-রোল কমব্যাট এয়ারক্র্যাফ্ট "সুখোই ৩০-এমকেআই" হল ভারতীয় বায়ুসেনার প্রধান স্তম্ভ। ছবি সূত্র- পিটিআই
2/8

এখন বায়ুসেনায় ২৭২টি সুখোই রয়েছে। এমনকী ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র বহনের জন্য এই বিমানের আধুনিকীকরণ করা হয়েছে। মাঝ-আকাশে ডগ-ফাইটে এই বিমানের জুড়ি মেলা ভার।
3/8

সুখোইয়ের সর্বোচ্চ গতি ঘণ্টায় ২ হাজার ১২০ কিলোমিটার। সর্বোচ্চ টেক-অফ লিফ্ট ৩৮ হাজার ৮০০ কেজি। বিভিন্ন ধরনের বম্ব, রকেট ও ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম সুখোই। মোট বহন ক্ষমতা প্রায় ৮ হাজার কেজি। ছবি সূত্র- পিটিআই
4/8

এই বিমানে বিশ্বের একমাত্র সুপারসনিক ব্রহ্মোস ক্রুজ ক্ষেপণাস্ত্রের এয়ার-ভার্সান অন্তর্ভুক্ত করা হয়েছে। এই যুদ্ধ বিমানে রয়েছে উন্নতমানের ব়্যাডার টেকনোলজি। ছবি সূত্র- পিটিআই
5/8

বিশেষজ্ঞদের মতে, সুখোই-এর ডিজাইন করাই হয়েছে মাঝ-আকাশের যুদ্ধের কথা ভেবেই। সেই কারণেই এর ম্যানুভারেবিলিটি তুখোর। যে কোনও দিকে যখন ইচ্ছে বাঁক নিতে পারে এই ফাইটার জেটটি।
6/8

এছাড়াও মাঝ আকাশে জ্বালানি ভরতে সক্ষম এই বিমান। সবচেয়ে বড় কথা, ট্যাঙ্কার ছাড়াও অন্য সুখোই-এর থেকেও জ্বালানি ভরতে সক্ষম।
7/8

বম্বার হিসেবেও ভূমিকা নিতে পারে সুখোই-৩০। বিশ্বের অন্যতম সেরা চতুর্থ প্রজন্মর যুদ্ধবিমান হল এই সুখোই-৩০।
8/8

এই বিমান শত্রুর কোনও সামরিক ঘাঁটি বা ভূমিতে থাকা কোনও লক্ষ্যবস্তুকে গুঁড়িয়ে দিতে সক্ষম।
Published at : 24 Dec 2024 02:51 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
প্রযুক্তি
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
