এক্সপ্লোর
Advertisement
অন্ধ্রে ২৫ টাকায় পেঁয়াজ কেনার লাইনে দাঁড়িয়ে জ্ঞান হারিয়ে মৃত্যু প্রৌঢ়ের
৫৫ বছর বয়সি মৃত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে শম্ভাইয়া বলে। পেঁয়াজ কেনার লাইনে দাঁড়িয়ে আচমকা মূ্র্ছা যান তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।
নয়াদিল্লি: ২৫ টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছে। শস্তায় পেঁয়াজ কেনার লাইনে দাঁড়িয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু। অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার গুড়িভাদা রায়তু বাজারে সোমবার পেঁয়াজ বিক্রি হচ্ছিল। দীর্ঘ লাইন পড়েছিল রান্নাঘরের এই অতি প্রয়োজনীয় পণ্য কেনার জন্য, যার আকাশছোঁয়া দামের ধাক্কা সামলাতে নাজেহাল আমজনতা। কেন সরকার, প্রশাসন পেঁয়াজের লাগামছাড়া দামে রাশ টানতে ব্যর্থ, প্রশ্ন তুলছে ক্ষুব্ধ মানুষ।
৫৫ বছর বয়সি মৃত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে শম্ভাইয়া বলে। পেঁয়াজ কেনার লাইনে দাঁড়িয়ে আচমকা মূ্র্ছা যান তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ। গুড়িভাদা ২ টাউন থানার সাব ইনস্পেক্টর ফোনে সংবাদ সংস্থাকে বলেন, রায়তু বাজারে শম্ভাইয়ার অজ্ঞান হয়ে পড়ার খবর সত্যি। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তিনি হার্টের অসুখের রোগী ছিলেন বলে জানিয়েছেন তাঁর বাড়ির লোকজন। মৃত ব্যক্তির পরিবার দেহ নিয়ে গিয়েছে। কোনও মামলা দায়ের হয়নি।
মার্কেটিং বিভাগের ডেপুটি ডিরেক্টর দিবাকর বলেন, গুড়িভাদায় আজ একটা দুর্ঘটনা ঘটেছে। উনি বয়স্ক মানুষ, হার্টের রোগ ছিল আগে থেকেই। অস্ত্রোপচারের পর স্টেন্ট বসানো হয়েছিল। লাইনে দাঁড়ানোর ৫ মিনিটের মধ্যেই তিনি চৈতন্য হারান। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা মৃত অবস্থায় আনা হয়েছে বলে জানান। খোলা বাজারে দেশের নানা বাজারে ১০০ থেকে ২০০ টাকা কেজি দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার পেঁয়াজ সংগ্রহ করে সব রায়তু বাজারে ২৫ টাকা কেজি দরে বিক্রির ব্যবস্থা করেছে। বাকি টাকা সরকার ভর্তুকি দিচ্ছে।
ভর্তুকি দামে শস্তায় পেঁয়াজ কেনার জন্য লম্বা লাইন পড়ছে রায়তু বাজারগুলিতে। তবে শস্তায় পেঁয়াজ কিনতে হলে দেখাতে হচ্ছে সরকার থেকে দেওয়া পরিচয়পত্র।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement