Ahmedabad Plane Crash: আমদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের
Air India Plane Crash: আমদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা। টেক অফের সামান্য পরেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান।

Ahmedabad Plane Crash: আমদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এক্স মাধ্যমে শোকবার্তা প্রকাশ করেছেন তিনি। পাক প্রধানমন্ত্রী লিখেছেন, 'আমদাবাদের কাছে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ার ঘটনায় শোকাহত। এই অপূরণীয় ক্ষতির জন্য নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে। এই হৃদয়বিদারক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের জন্য আমরা প্রার্থনা করছি।'
Saddened by the tragic crash of Air India flight near Ahmedabad today.
— Shehbaz Sharif (@CMShehbaz) June 12, 2025
We extend our condolences to the families of the victims grieving this immense loss.
Our thoughts and prayers are with all those affected by this heartbreaking tragedy.
শুধুমাত্র শেহবাজ শরিফই নন, আমদাবাদের এই ভয়াবহ বিমান দুর্ঘটনার পর শোকবার্তা দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। ভারতবাসী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিও সহমর্মিতা জ্ঞাপন করেছেন তিনি।
My heartfelt condolences to the families of the precious lives lost in the tragic Air India plane crash in Ahmedabad. This devastating loss transcends borders and reminds us of our shared humanity. My deepest sympathies to Prime Minister Modi and the people of India.
— Nawaz Sharif (@NawazSharifMNS) June 12, 2025
আমদাবাদের এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এক্স মাধ্যমে তিনি লিখেছেন, 'ভারতে যাত্রিবাহি বিমান ভেঙে পড়ার ঘটনা ভয়াবহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতবাসীর কাছে এই দুঃখের দিনে আমাদের গভীর সমবেদনা রইল। ভারত, যুক্তরাজ্য, পর্তুগাল এবং কানাডার সমস্ত ক্ষতিগ্রস্তদের পরিবার-পরিজন এবং ঘনিষ্ঠদের সঙ্গে আমাদের সমবেদনা রয়েছে। এই দুঃখের দিনে আমরা আপনাদের বেদনা ভাগ করে নিচ্ছি। যত জনের প্রাণ বাঁচানো সম্ভব তার জন্য আমরা প্রার্থনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।'
Horrible news of a passenger plane crash in India. My deepest condolences to Prime Minister @narendramodi and the entire people of India on this tragic day. Our thoughts are with all victims’ relatives and close ones in India, the UK, Portugal, and Canada. We share your shock and…
— Volodymyr Zelenskyy / Володимир Зеленський (@ZelenskyyUa) June 12, 2025
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিস, ব্রিটেনের কিং চার্লস- সহ বিশ্বের তাবড় রাজনৈতিক এবং অন্যান্য স্তরের খ্যাতনামা ব্যক্তিত্বরা আমদাবাদের এই ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন, বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও।
টেক অফের পরেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার ৭৮৭। সিভিল হাসপাতালের হস্টেলের ওপর ভেঙে পড়ে লন্ডনগামী বিমান। বরাত জোরে বেঁচে গিয়েছেন বিশ্বাস কুমার রমেশ নামের এক ব্যক্তি। ২ দক্ষ পাইলটের মৃত্যু হয়েছে বলে শোনা যাচ্ছে।






















