Vijay Rupani Funeral: লন্ডনে মেয়ের কাছে যাওয়ার ইচ্ছে অপূর্ণই রয়ে গেল, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীর
Ahmedabad Plane Crash : ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্য়ে রয়েছেন তিনিও, যাচ্ছিলেন মেয়ের কাছে, কিন্তু এক লহমায় সব শেষ, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি: আমদাবাদের বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণী। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রীর দেহ জাতীয় পতাকায় মুড়ে তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। DNA ম্যাচিংয়ের পরেই তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এবার অন্তিম যাত্রা শেষে, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হল গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীর।

গুজরাতের ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত ২৪১ জন বিমানযাত্রীর মধ্য়ে রয়েছেন গুজরাতের প্রাক্তন মুখ্য়মন্ত্রী বিজয় রূপাণীও। যাচ্ছিলেন মেয়ের কাছে...প্রথমে মে মাসে লন্ডন যাওয়ার টিকিট কেটেছিলেন। তারপর সেই টিকিট বাতিল করে জুনের গোড়ায় টিকিট কাটেন। তারপর সেই টিকিটও বাতিল করে ১২ জুনের টিকিট বুক করেন। সেই দিনই একটা ভয়াবহ বিপর্যয় শেষ করে দিল তাঁর জীবন। এদিন বিকেল ৫ টা নাগাদ প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে অন্তিম যাত্রা শুরু হয়। ফুলে ঢেকে দেওয়া হয় গাড়ি। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর , এদিন তাঁকে দেওয়া হয় গান স্যালুট। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীর।

#WATCH | Rajkot | Former Gujarat CM Vijay Rupani was given a 21-gun salute. The last rites of the former CM are being performed with full state honours.
— ANI (@ANI) June 16, 2025
Union Home Minister Amit Shah and Gujarat Governor Acharya Devvrat are also present pic.twitter.com/8i0PycBJmI
এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীর অন্তিম যাত্রাকে ঘিরে কড়া নিরাপত্তার বলয় তৈরি করে রাজকোট পুলিশ।ডিসিপি পার্থরাজ সিংহ গোহিল (ক্রাইম) অনুরোধ জানিয়েছেন, সাধারণ মানুষ যাতে নির্দিষ্ট করে দেওয়া পার্কিংয়ের জায়গাতেই এদিন গাড়ি রাখে। তাঁর কথায়, আজ গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণীর অন্তিম যাত্রা শুরু হয়েছে। তাই ওই রুটে ভিআইপিদের গাড়ির আনাগোনা লেগেই থাকবে। তাই আমজনতার জন্য, পৃথকস্থানে পর্যাপ্ত পার্কিং এলাকা তৈরি করে দেওয়া হয়েছে।'

প্রসঙ্গত, কথাই ছিল না বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার ৭৮৭-৮-এ চড়ার। দু-দু'বার টিকিট বাতিল করে যে দিনটাতে লন্ডনের উদ্দেশে রওনা হলেন ঘটনাচক্রে, সেটাই ছিল তাঁর প্রিয় সংখ্য়া। ১২ জুন...ভেঙে বললে, '১২০৬'... স্কুটার থেকে শুরু করে সব গাড়ির নম্বর, সবেতেই নাকি থাকত ‘১২০৬।’ কিন্তু, সেই দিনই একটা ভয়াবহ বিপর্যয় শেষ করে দিল তাঁর জীবন। গুজরাতের ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত ২৪১ জন বিমানযাত্রীর মধ্য়ে রয়েছেন গুজরাতের প্রাক্তন মুখ্য়মন্ত্রী বিজয় রূপাণীও।























