Covaxin Trials On Children: দিল্লির এইমসে ২-১৮ বছর বয়সীদের কোভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু
করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ। এরইমধ্যে আছড়ে পড়তে পারে তৃতীয় ঢেউ। এমন আশঙ্কার কথা শুনিয়েছেন বিশেষজ্ঞরা
নয়াদিল্লি: দিল্লির এইমসে আজ থেকে ২-১৮ বছর বয়সীদের কোভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। পাশাপাশি বড়দের ভ্যাকসিনেশনেও জোর দেওয়া হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেওয়া হল ৩৩ লক্ষ ৫৩ হাজার টিকার ডোজ। গতকাল, রবিবার পটনা এইমসেও চালু হয়েছে ছোটদের ভ্যাকসিন ট্রায়াল।
করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ। এরইমধ্যে আছড়ে পড়তে পারে তৃতীয় ঢেউ। এমন আশঙ্কার কথা শুনিয়েছেন বিশেষজ্ঞরা। আর তাতে শিশুদের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়বে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞজের একাংশ। আর তাই শিশুদের টিকাকরণের উপর দিচ্ছে কেন্দ্র। এইমস পাটনার ডিরেক্টর প্রভাত কুমার সিংহ জানিয়েছেন, ১২ থেকে ১৮ বছর বয়সিদের ট্রায়াল' শুরু হয়েছে। এরপরে যথাক্রমে ৬ থেকে ১২ এবং ২ থেকে ৬ বছর বয়সি শিশুদের উপর ট্রায়াল হবে।
নীতি আয়োগের সদস্য ভি কে পাল আগেই জানিয়েছেন, ড্রাগ কন্ট্রোল বোর্ড শিশুদের উপর দুই এবং তিন নম্বর ক্লিনিক্যাল ট্রায়ালের ছাড়পত্র দিয়েছে। সেক্ষেত্রে ২ থেকে ১৮ বছর বয়সীদের মধ্যে এই পরীক্ষামূলক প্রয়োগ হবে। সারা দেশের একাধিক জায়গায় এই ক্লিনিক্যাল ট্রায়াল হলে। ২ থেকে ১৮ বছর বয়সী ৫২৫ জনকে বেছে নেওয়া হয়েছে এই ট্রায়ালের জন্য। প্রত্যেক স্বেচ্ছাসেবককে ২৮ দিনের ব্যবধানে দুটি ডোজ দেওয়া হবে।
উল্লেখ্য, গত মাসে ২ থেকে ১৮ বছর বয়সীদের উপর ক্লিনিক্যাল ট্রায়ালে ছাড়পত্র দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া। সূত্রের খবর, সংশ্লিষ্ট বয়সে বিভাগে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে চেয়ে কেন্দ্রের ড্রাগ কন্ট্রোলার জেনারেল-এর কাছে আবেদন করেছিল ভারত বায়োটেক। ১১ মে একটি বৈঠকের পর সব রকম নিয়ম মেনে ২ থেকে ১৮ বছর বয়সীদের ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল করা যাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এর আগে ২৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের কাছে অনুমোদন চেয়েছিল ভারত বায়োটেক। কীভাবে এই কাজ হবে তার প্রটোকল জানাতে বলা হয়েছিল সংস্থাকে। গত ১৬ জানুয়ারি থেকে টিকাকরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এই সংস্থা।