Indian Air Force: জম্মু-কাশ্মীরের আকাশে বিমানবাহিনীর কেরামতি!
Special Air Show:কাশ্মীরের ভারতভুক্তির ৭৬ বছর পূর্তি উপলক্ষে দুরন্ত এয়ার শো করল ভারতের বিমানবাহিনী
জম্মু: আজ থেকে ৭৬ বছর আগে ভারতে জুড়েছিল জম্মু-কাশ্মীর। কাশ্মীরের ভারতভুক্তির ৭৬ বছর পূর্তি উপলক্ষে দুরন্ত এয়ার শো করল ভারতের বিমানবাহিনী। শুক্রবার সকালে এয়ার শো অনুষ্ঠিত হয়েছিল। তবে বৃষ্টির জন্য মিনিট পনেরো কমে যায় অনুষ্ঠানের দৈর্ঘ্য।
অন্তত হাজারখানেক লোকজন, যাদের মধ্যে অধিকাংশই অল্পবয়স্ক- তাঁরা এয়ার ফোর্স স্টেশনে এসেছিলেন। বিমান বাহিনীর সূর্য কিরণ অ্যারোব্যাটিক টিম (Surya KIran Aerobatic Team) এই মহড়া দেখায়। তার সঙ্গেই ছিল Mi-17 হেলিকপ্টার এবং আকাশগঙ্গা ডেয়ারডেভিল স্কাইডাইভিং টিম (Aakashganga Daredevil Skydiving team)
এয়ার ওয়ারিয়র ড্রিল টিম (Air Warrior Drill Team)- মহড়া দেখায়। পাশাপাশি ভারতীয় বিমান বাহিনীর ব্য়ান্ড সঙ্গীতের অনুষ্ঠানও করে। অনুষ্ঠানে প্রধান অতিথি এসে পৌঁছতেই ১৩০ হেলিকপ্টার ইউনিটের তিনটি Mi17 হেলিকপ্টার ফ্লাইপাস্ট করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। এই অনুষ্ঠানটি IAF এবং Union Territory administration- যৌথভাবে আয়োজন করে। জম্মু ও কাশ্মীরের এয়ার ফোর্স স্টেশনের হীরক জয়ন্তী বর্ষ পালনও করা হয় এয়ারশোর মাধ্যমে।
অনুষ্ঠানের পর জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট ট্যুইটারে লেখেন, 'শক্তি, সাহস এবং নিষ্ঠার চিহ্ন ভারতীয় বিমান বাহিনী। আমি বিমান বাহিনীর সদস্যদের স্যালুট জানাই তাঁদের সাহসিকতার জন্য এবং ত্যাগের জন্য।'
Delighted to have attended the event jointly organised by Indian Air Force and J&K Govt to commemorate 76 years of accession of J&K into Indian Union & Diamond Jubilee Celebration of Air Force Station, Jammu and witnessed spectacular aerial display by Air Warriors earlier today. pic.twitter.com/VShpQLW6kn
— Office of LG J&K (@OfficeOfLGJandK) September 22, 2023
Indian Air Force is a glowing symbol of strength, bravery and dedication. I salute the IAF personnel for their magnificent heroism and the spirit of sacrifice. My deepest gratitude to the Air Warriors and their families. pic.twitter.com/NDHTlKHYGr
— Office of LG J&K (@OfficeOfLGJandK) September 22, 2023
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জম্মু-কাশ্মীর (Jammu Kashmir) ও লাদাখে (Ladakh) বিমানবাহিনী এয়ার ভাইস মার্শাল প্রবীণ কেশব বোহরা, পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।