iPhone 15 Sale: ১০ মিনিটেই হাতে iPhone 15! কীভাবে?
Blinkit: উৎসাহী ক্রেতাদের জন্য়ই আরও একটি ভাল খবর আনল অনলাইন শপিং প্ল্যাটফর্ম
নয়াদিল্লি: বাজারে আসার আগেই আইফোন ১৫ (iPhone 15) নিয়ে চড়ছিল ক্রেতাদের আগ্রহ। ভারতের বাজারে আসতেই লাইন পড়েছে কেনার জন্য। কোথাও কোথাও রাত থেকেই অ্যাপল স্টোরের সামনে লাইন দিয়েছেন উৎসাহী ক্রেতারা। আর এই উৎসাহী ক্রেতাদের জন্য়ই আরও একটি ভাল খবর আনল Blinkit.
এখন অনলাইনে Blinkit-এই অর্ডার করা যাবে আইফোনের লেটেস্ট মডেলটি। অ্য়াপল ফোনের রিসেলার Unicorn Info Solution-এর সঙ্গে হাত মিলিয়েছে Blinkit. এখন iPhone 15-এর সবকটি মডেলই পাওয়া যাবে Blinkit-এ। অর্থাৎ মাত্র কয়েক মিনিটেই হাতে চলে আসবে আইফোনের লেটেস্ট মডেল। তবে কলকাতায় এখনও এই সুবিধা চালু হয়নি। আপাতত দিল্লি এনসিআর (Delhi NCR), মুম্বই এবং পুনে- এই কটি জায়গায় Blinkit এই সুবিধা দেবে।
Blinkit-এর সিইও এবং সহ প্রতিষ্ঠাতা Albinder Dhindsa সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছিলেন, 'iPhone 15 এখন Blinkit-এ পাওয়া যাচ্ছে। আমরা UnicornAPR-এর সঙ্গে হাত মিলিয়েছি। দিল্লি এনসিআর, মুম্বই ও পুনেতে গ্রাহকরা এই সুবিধা পাবে। ১০ মিনিটে উৎসাহীদের হাতে পৌঁছে যাবে নতুন আইফোন।'
The all-new iPhone 15 is now available on Blinkit!
— Albinder Dhindsa (@albinder) September 22, 2023
We’ve partnered with @UnicornAPR again to make this a reality for Blinkit customers in Delhi NCR, Mumbai & Pune (for now).
Super proud of the platform that can put the new iPhone in your hands on launch day in 10 minutes!💛 pic.twitter.com/QTFYkJ2nFL
গত বছরও আইফোন ১৪ এবং আইফোন ১৪ প্রো-ও Blinkit-এর প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি করা হয়েছিল। তাতে সাফল্য মিলেছিল, জানিয়েছে সংস্থা।
আইফোন ১৫ সিরিজ
আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স- এই দুই ফোনে রয়েছে অ্যাপেলের এ১৭ বায়োনিক চিপসেট। অন্যদিকে, অ্যাপেলের এ১৬ বায়োনিক চিপসেট রয়েছে আইফোন ১৫ এবং আইফোন ১৫ প্লাস ফোনে। এছাড়াও রয়েছে ডায়নামিক আইল্যান্ড ফিচার এবং ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর। আর রয়েছে টাইপ-সি ইউএসবি পোর্ট। আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স- এই দুই ফোনে রয়েছে অ্যাপেলের এ১৭ বায়োনিক চিপসেট। এছাড়াও এই দুই ফোনে রয়েছে প্রোগ্রামেবল অ্যাকশন বাটন। এই ফিচার অ্যাপেল ওয়াচ আলট্রার মধ্যেও রয়েছে। আইফোন ১৫ প্রো এবং আইফোন ১৫ প্রো ম্যাক্স- এই দুই ফোনে রয়েছে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট। 'প্রো ম্যাক্স' মডেলে রয়েছে একটি পেরিস্কোপ ক্যামেরা যার সাহায্যে জুম ফিচার আরও ভালভাবে পাওয়া যাবে।