Air India News :মাঝ আকাশে যন্ত্রণায় কুঁকড়ে গেলেন যাত্রী ও কেবিন ক্রু-রা,এয়ার ইন্ডিয়ার বিমানে অসুস্থ একের পর এক
লন্ডন থেকে মুম্বই ফেরার পথে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে থাকা ১১ জন অসুস্থ হয়ে পড়েন। পেটের যন্ত্রণায় কুঁকড়ে যান। প্রচণ্ড বমি-বমি ভাব শুরু হয়।

একের পর এক ফাঁড়া। আমদাবাদের বিমান দুর্ঘটনার পর থেকেই একের পর এক গোলযোগ। এয়ার ইন্ডিয়ার একাধিক বিমান ধরা পড়ছে ত্রুটি। কোনও বিমান বাতিল হচ্ছে ওড়ার আগেই। কোনও বিমান আবার মাঝ আকাশ থেকে ফিরে আসছে। পরিস্থিতি এমনই যে , যাত্রীরা মনে চূড়ান্ত অনিশ্চয়তা নিয়েই উঠছেন এয়ার ইন্ডিয়ার প্লেনে। কিছুদিন আগে পর্যন্ত, যে এয়ারলাইন্সে টিকিট টাকার জন্য হুড়োহুড়ি পড়ে যেত, সেই বিমান সংস্থার উপরই যেন আস্থা হারাচ্ছে মানুষ। আবারও টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়ার বিমানে গোলমাল! এবার মাঝ আকাশে ভয়ানক অসুস্থ হয়ে পড়লেন যাত্রী থেকে ক্রু। সোমবার লন্ডন থেকে মুম্বই ফেরার পথে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে থাকা ১১ জন অসুস্থ হয়ে পড়েন। পেটের যন্ত্রণায় কুঁকড়ে যান। প্রচণ্ড বমি-বমি ভাব শুরু হয়। অসুস্থ হয়ে পড়েন বিমানকর্মীদেরও কেউ কেউ। এয়ার ইন্ডিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে , অসুস্থ হয়ে পড়া প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। পরে তাদের ছেড়ে দেওয়া হয় । ঘটনাটির তদন্ত করা হচ্ছে । তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে ফুড পয়জনিং থেকেই এই কাণ্ড।
জানা গিয়েছে, অসু্স্থ যাত্রীদের মাথা ঘুরতে থাকে। বমি বমি ভাব অনুভব হয়। এরপর বিমানটি নিরাপদে মুম্বইতে অবতরণ করে । সেখানে আগে থেকেই প্রস্তুত ছিল বিমান সংস্থাটির মেডিক্যাল টিম । এয়ার ইন্ডিয়া জানায়, বিমানটি অবতরণের পর, দুই যাত্রী এবং দুই কেবিন ক্রুকে আরও পরীক্ষার জন্য মেডিকেল রুমে নিয়ে যাওয়া হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এয়ার ইন্ডিয়া আরও জানিয়েছে, এই বিষয়টি Directorate General of Civil Aviation কে জানানো হয়েছে।
সোমবারই দিল্লি থেকে জম্মু হয়ে শ্রীনগরগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান "জিপিএসের সন্দেহজনক হস্তক্ষেপ" সন্দেহে মাঝ আকাশ থেকে রাজধানীতে ফিরে আসে। সূত্রের খবর, ফ্লাইট IX-2564 দুপুরে জম্মুতে অবতরণের কথা ছিল। কিন্তু এর পরিবর্তে, পাইলট দিল্লিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার আগে এটি কিছুক্ষণ আকাে ভেসে ছিল বিমানটি। তারপর জম্মুর আকাশ সীমায় কেক পাক খেয়ে দিল্লি ফিরে আসে। এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র জানান, জিপিএস বিঘ্নিত হওয়ার সন্দেহে বিমানটি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দিল্লিতে ফিরে আসে। পরে যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করে এয়ার ইন্ডিয়া ।






















