এক্সপ্লোর
Advertisement
বিদেশ থেকে ভারতীয়দের ফেরানোর উড়ানে আগামী ১০ দিন মাঝের আসনেও বসবে যাত্রী, এয়ার ইন্ডিয়াকে অনুমতি সুপ্রিম কোর্টের
করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এর বিদেশ থেকে ভারতীয়দের ফেরানোর সময় দুটি সিটের মাঝের আসন ফাঁকা রাখার নির্দেশ দিয়েছিল বম্বে হাইকোর্ট।
বিদেশ থেকে ফেরার ক্ষেত্রে উড়ানে দূরত্ব-বিধি ‘শিথিল’করা হল। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এর বিদেশ থেকে ভারতীয়দের ফেরানোর সময় দুটি সিটের মাঝের আসন ফাঁকা রাখার নির্দেশ দিয়েছিল বম্বে হাইকোর্ট। কিন্তু তাতে একসঙ্গে বেশি যাত্রী ফেরানো যাবে না। সমস্যার কথা বলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল এয়ার ইন্ডিয়া। তারা জানায়, ‘নিষেধাজ্ঞা পালন করলে যাত্রীদের ফেরাতে অসুবিধার সৃষ্টি হবে, অনেক কম সংখ্যায় ভারতীয়কে ফেরানো যাবে একসঙ্গে।’
পরিস্থিতি বিচার করে ১০ দিনের জন্য মাঝের আসনে যাত্রী বসাতে অনুমতি দিল শীর্ষ আদালত। বিচারকের নির্দেশ, আগামী ১০ দিন মাঝের আসনে যাত্রী বসানো যাবে।
Directorate General of Civil Aviation (DGCA) and Air India are free to alter any norms it may consider appropriate during the pendency of the matter, said the Chief Justice of India Sharad Arvind Bobde in Supreme Court. https://t.co/zG1jkWPYSM
— ANI (@ANI) May 25, 2020
অন্যদিকে, লকডাউনের মধ্যেই সোমবার শুরু হয়েছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা। প্রায় ২ মাস পর এই পরিষেবা চালু হলেও দু’একটি রাজ্য ব্যতিক্রম। রাজ্যে কলকাতা ও বাগডোগরা বিমানবন্দরে ওই পরিষেবা চালু হচ্ছে ২৮ মে। যেহেতু কলকাতা বিমানবন্দর এখনও খোলেনি, তাই ত্রিপুরাতেও চালু হয়নি বিমান পরিষেবা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement