Allu Arjun: অল্লু অর্জুনকে থাকতে হচ্ছে না জেলে, অন্তবর্তী জামিন মঞ্জুর হাইকোর্টের
Allu Arjun Got Interim Bail :অল্লু অর্জুনের অন্তবর্তী জামিন মঞ্জুর করল তেলঙ্গানা হাইকোর্ট..
অতশী মুখোপাধ্যায়, মনামি রায়, নয়াদিল্লি: অল্লু অর্জুনের (Allu Arjun) অন্তবর্তী জামিন মঞ্জুর করল তেলঙ্গানা হাইকোর্ট (Telangana High Court)। পুষ্পা ২-র প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায়, হায়দরাবাদে বানজারা হিলসের বাড়ি থেকেই দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুনকে গ্রেফতার করেছিল পুলিশ। গ্রেফতারির পর ১৪ দিনের জেল হেফাজত দিয়েছিল হায়দরাবাদের নিম্ন আদালত। তবে এবার স্বস্তি ফিরল দক্ষিণী সুপারস্টারের। হাইকোর্টে, গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে FIR খারিজের আবেদন জানিয়েছিলেন অল্লু অর্জুন।শেষ অবধি ৫০ হাজার টাকার বন্ডে আল্লু অর্জুনের জামিন মঞ্জুর করা হয়েছে।
'পুষ্পা টু'-এর প্রিমিয়ার শোয়ে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনায়, অল্লু অর্জুনকে গ্রেফতার করল পুলিশ। তবে বিকেলেই তেলঙ্গানা হাইকোর্টে জামিন পেলেন সুপারস্টার। অভিনেতা বলেই তাঁকে এভাবে ধরা যায় না। মত বিচারপতির। দুপুরে গ্রেফতার হলেন। বিকেলে নিম্ন আদালত ১৪ দিনের জন্য জেলে পাঠাল। সন্ধেয় হাইকোর্ট জামিন দিয়ে দিল। ৫ ঘণ্টার মধ্য়ে জেল ও জামিন! পুষ্পাকে ঘিরে টানটান নাটক তেলেঙ্গনার বুকে!'ঝুকেগা নেহি...', 'পুষ্পা' সিনেমার তাঁর মুখের এই ডায়লগ ঘোরে মুখে মুখে। কিন্তু 'পুষ্পা টু'-এর প্রিমিয়ার শোয়ে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায়, শুক্রবার গ্রেফতার হওয়ার পর কিছুক্ষণের জন্য 'ঝুকতে' হল সুপারস্টার অল্লু অর্জুনকে। তবে বিকেলেই তাঁকে জামিন দিল তেলঙ্গানা হাইকোর্ট।
'পুষ্পা' বাজিমাত করার পর, তার সিকুয়েল 'পুষ্পা টু'-এর অপেক্ষায় দিন গুনছিলেন সিনেমাপ্রেমী ভারতীয়। প্রায় ৫০০ কোটি টাকার বাজেটের সিনেমা। মুক্তির ৭ দিনের মধ্যেই বিশ্বব্যাপী ১ হাজার ৬২ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। কিন্তু, এরই মধ্যে চৌঠা ডিসেম্বের এক মর্মান্তিক ঘটনা ঘটে যায় হায়দরাবাদে। সন্ধ্যা থিয়েটারে 'পুষ্পা টু'-এর প্রিমিয়ারে হঠাৎ হাজির হন অল্লু। অভিনেতাকে দেখতে প্রবল হুড়োহুড়ি শুরু হয় দর্শকদের মধ্যে। সেখানেই পদপিষ্ট হন ৩৫ বছর বয়সি এক মহিলা ও তাঁর ছেলে। পুলিশ দু'জনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসরা মহিলাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনার পরই FIR দায়ের করে মৃতার পরিবার। তদন্তে নেমে আগেই হায়দরাবাদ পুলিশ ৩জনকে গ্রেফতার করেছিল। আর শুক্রবার বানজারা হিলসের বাড়ি থেকে আল্লুকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন, মামলা প্রত্যাহার করবেন, 'অল্লুর কোনও দোষ নেই' বলছেন নিহত মহিলার স্বামী
এই নিয়ে বিজেপি শাসিত তেলঙ্গানার মুখ্যমন্ত্রী বলেন, আইন আইনের পথেই চলবে। জিজ্ঞাসাবাদের জন্য চিকড়পল্লি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় আল্লু অর্জুনকে। তারপর তাঁকে নামপল্লি আদালতে তোলা হয়। নিম্ন আদালতে তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।এদিকে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া FIR বাতিলের আবেদন জানিয়ে, তেলঙ্গানা হাইকোর্টের দ্বারস্থ হন আল্লু অর্জুন।সেখানেই জামিন পান তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।