এক্সপ্লোর
Advertisement
করোনার জেরে এ বছর অমরনাথ যাত্রার সম্ভাবনা ক্ষীণ, তবু বৈঠক
অতিমারী এখন যে অবস্থায় আছে তাতে অমরনাথ যাত্রা অনিশ্চিতই।
নয়াদিল্লি: ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ছাড়িয়ে গিয়েছে সাড়ে এগারো লক্ষ। মৃত প্রায় তিরিশ হাজার। এই পরিস্থিতিতে এ বছরের অমরনাথ যাত্রা সম্ভব কিনা তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আজ বিকেল তিনটেয় শ্রীঅমরনাথ স্রাইন বোর্ড (এসএএসবি) আলোচনায় বসতে চলেছে।
সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৮৮৮ মিটার উঁচুতে জম্মু-কাশ্মীরে অবস্থিত অমরনাথ অন্যতম পবিত্র তীর্থস্থল। বরফে ঢাকা শিবলিঙ্গ বছরের একটি সময়েই খোলা রাখা হয় পুণ্যার্থীদের জন্য। করোনা মহামারীতে উদ্ভূত পরিস্থিতিতে এ বছর ২৩ জুনের পরিবর্তে ২১ জুলাই যাত্রা শুরু হওয়ার কথা ছিল। সংক্রমণ এড়াতে নানা সাবধানতা অবলম্বনের পরিকল্পনাও গৃহীত হয়। এ বছর পহেলগাঁও এবং অমরনাথ গুহায় পূজা হয়েছে। ঠিক হয়েছিল সাধু এবং সাধারণ তীর্থযাত্রী মিলিয়ে যে ৫০০ জন যাওয়ার অনুমতি পাবেন তাঁদের সকলের কোভিড টেস্ট করে তবেই যেতে দেওয়া হবে। কিন্তু অতিমারী এখন যে অবস্থায় আছে তাতে অমরনাথ যাত্রা অনিশ্চিতই।
অন্য কিছু বিষয়ও রয়েছে। এ বছর অমরনাথের শিবলিঙ্গ অন্য বছরের তুলনায় অনেক ছোট এবং রোগা। গলেও যাচ্ছে দ্রুত। গত কয়েক বছরে পরিবেশের পরিবর্তনের কারণেই এমনটা হচ্ছে। ২০১৮ সালে যাত্রা শেষ হওয়ার আগেই লিঙ্গ গলে গিয়েছিল।
পাশাপাশি, জঙ্গি হামলার সম্ভবনাও প্রবল। গত সপ্তাহে সেনার তরফেই বলা হয়েছিল যে ৪৪ নম্বর জাতীয় সড়কে তীর্থযাত্রীদের উপর জঙ্গি হামলা হতে পারে বলে গোপন সূত্রে খবর রয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement