এক্সপ্লোর
Advertisement
বিরোধ সরিয়ে অমিতাভের সুস্থতা কামনায় ট্যুইট নেপাল প্রধানমন্ত্রীর
ভারতে নিযুক্ত ফরাসী রাষ্ট্রদূতও ট্যুইট করে বলেন, যে বিশ্বে বিগ-বি-র অগণিত ভক্তের মতো তিনিও চান এই অভিনেতা ও তাঁর পরিবারের সকলে দ্রুত সুস্থ হয়ে উঠুন।
কাঠমান্ডু: নেপালের নতুন মানচিত্র ভারতের সঙ্গে তাদের সম্পর্কে কিছুটা হলেও ছায়া ফেলেছে। চীনের প্রভাবেই হোক বা অন্য নানা কারণে, নেপালে আপাতত ভারত বিরোধী একটা হাওয়া বেশ সক্রিয়। কিন্তু অমিতাভ বচ্চন বোধহয় দুই দেশের এই ধরনের সম্পর্কগুলোর ওঠা-নামার মধ্যে পড়েন না। তাই এই পরিস্থিতিতেও বচ্চন পরিবারের আরোগ্য কামনা করে ট্যুইট করেছেন নেপালের প্রধানমন্ত্রী তে পি শর্মা ওলি।
সীমান্ত নিয়ে বিবাদকে ভুলে নেপালের প্রধানমন্ত্রী ট্যুইট করেছেন, ভারতের কালজয়ী অভিনেতা অমিতাভ বচ্চন এবং তাঁর পুত্র অভিষেক বচ্চন দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই কামনাই করছি।
Wishing legendary actor of India @SrBachchan and his son actor @juniorbachchan good health and speedy recovery!
— K P Sharma Oli (@kpsharmaoli) July 12, 2020
শনিবার রাতে অমিতাভ বচ্চনের কোভিড টেস্টে পজিটিভ রিপোর্ট আসে। ক্রমে তাঁর পুত্র অভিষেক, পুত্রবধূ ঐশ্বর্য এবং নাতনি আরাধ্যার করোনা আক্রান্ত হওয়ার খবর আসে। শনিবার রাত থেকে রবিবার পর্যন্ত আসতে থাকা এই খবরে শুধু বলিউড ইন্ডাস্ট্রিই নয়, সারা পৃথিবীর অগণিত মানুষ সোশ্যাল মিডিয়ায় প্রার্থনা করতে থাকেন বচ্চন পরিবারের দ্রুত আরোগ্য কামনা করে। ভারতে নিযুক্ত ফরাসী রাষ্ট্রদূতও ট্যুইট করে বলেন, যে বিশ্বে বিগ-বি-র অগণিত ভক্তের মতো তিনিও চান এই অভিনেতা ও তাঁর পরিবারের সকলে দ্রুত সুস্থ হয়ে উঠুন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
ক্রিকেট
Advertisement