(Source: ECI/ABP News/ABP Majha)
Covid Cases: মাস্ক পরা বাধ্যতামূলক! করোনা ফের বাড়তেই কড়া বিধি জারি করল এই রাজ্য
Mask Rule: যেভাবে কোভিড বেড়ে চলেছে সেই প্রেক্ষাপটে তাই মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
মুম্বই: ফের বাড়ছে কোভিড (Covid)। এবার তাই ফের ফিরতে চলছে মাস্কের (Mask) কড়া বিধি। খোলা জায়গায় এবং জনসমাগম রয়েছে এমন এলাকায় মাস্ক পরা এবার থেকে বাধ্যতামূলক করল মহারাষ্ট্র সরকার। সম্প্রতি আরব সাগরের তীরবর্তী এই রাজ্যে অনেকটাই বেড়েছে করোনাভাইরাসের (Coronavirus) প্রকোপ।
চিন্তা বাড়ছে মহারাষ্ট্রে
আচমকাই কোভিডের দাপট বেড়ে চলায় মহারাষ্ট্রের জেলা প্রশাসন অত্যন্ত চিন্তিত। জেলায় জেলায় ক্রমশ বেড়েই চলেছে অতিমারী সৃষ্টিকারী ভাইরাস। অতিরিক্ত মুখ্য সচিব, ডঃ প্রদীপ ব্যাস বলেন, "ট্রেন, বাস, সিনেমা, অডিটোরিয়াম, অফিস, হাসপাতাল, কলেজ, স্কুলের মতো পাবলিক স্পেসগুলিতে মাস্ক বাধ্যতামূলক।"
যেভাবে কোভিড বেড়ে চলেছে সেই প্রেক্ষাপটে তাই মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। মুখ্যসচিব জানান যে মুম্বই মেট্রোপলিটন অঞ্চল এবং থানে এলাকায় কোভিডের বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে। এছাড়াও জেলায় জেলায় বাড়ছে পজিটিভিটি রেট। মনে করা হচ্ছে আরও জেলাগুলিতেও এই কেস বাড়তে পারে। গত সপ্তাহে ৯টি জেলায় কোভিডের বাড়বাড়ন্ত দেখা গিয়েছে। তাই কোভিডের এই ঢেউ নিয়ন্ত্রণে রাখা এবং হাসপাতালে ভর্তির সংখ্যা কম করার দিকে নজর রাখা হচ্ছে।"
আরও পড়ুন, ছবিতে তাকালেই গ্রাস করছে ব্ল্যাক হোল? দৃষ্টিভ্রম দেখে চোখে ধাঁধা লাগছে সকলের
প্রশাসনের সাবধানবাণী
কোভিড কমেছে বলে আত্মতুষ্ট হতে বারণ করা হয়েছে রাজ্য প্রশাসনের তরফে। মহারাষ্ট্রে সম্প্রতি ওমিক্রনের BA.4 এবং BA.5 উপপ্রজাতির দেখা পাওয়া গিয়েছে। যদিও এই বাড়বাড়ন্তের নেপথ্যে এই ভ্যারিয়েন্ট নেই বলেই জানান হয়েছে।
দেশে করোনা গ্রাফের ওঠানামা চলছেই। গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা কমলেও তা এখনও ৪ হাজার ছুঁইছুই।বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৬২ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪ হাজার ৪১। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৬ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১০। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৬৭৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩১ লক্ষ ৭২ হাজার ৫৪৭।