Amit Shah : 'ইন্দিরা গান্ধী স্বর্গ থেকে এলেও, ৩৭০ ধারা ফিরিয়ে আনা হবে না', সুর চড়ালেন শাহ
Maharashtra Assembly Election 2024 : সামনেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। তার আগে মহাযূতি ফ্রন্টের হয়ে প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন শাহ।
জলগাঁও : প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী স্বর্গ থেকে এলেও, ৩৭০ ধারা ফিরিয়ে আনা হবে না। বুধবার মহারাষ্ট্রের নির্বাচনী প্রচারে গিয়ে এমনই হুঙ্কার ছাড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুসলিম সংরক্ষণ নিয়ে এদিন কংগ্রেসকে তুলোধনা করেন তিনি। অভিযোগ তোলেন, বছরের পর বছর ধরে কংগ্রেস অযোধ্যায় রামন্দিরের নির্মাণ থমকে রেখেছিল।
সামনেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। তার আগে মহাযূতি ফ্রন্টের হয়ে প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন শাহ। এই ফ্রন্টের অন্যতম শরিক বিজেপি। এদিন তিনি একযোগে তিনটি সভা করেন। যেখানে তিনি কংগ্রেস এবং তাদের মহা বিকাশ অঘাড়ির শরিকদল শিবসেনাকে (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন।
এদিন শাহ উত্তর মহারাষ্ট্রের ধূলেতে একটি সভায় বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন, "কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মাথায় রাখা উচিত যদি তাঁর চতুর্থ প্রজন্ম রাজনীতিতে আসে, তাহলেও দলিত-আদিবাসী ও পিছিয়েপড়া শ্রেণির জন্য যে সংরক্ষণ আছে তা মুসলিমরা পাবে না।" তাঁর কথায়, "কয়েকদিন আগে উলেমারা (মুসলিম পণ্ডিতরা) কংগ্রেস পার্টির সভাপতির সঙ্গে দেখা করে বলেন মুসলিমদের সংরক্ষণ (চাকরি ও শিক্ষায়) দেওয়া উচিত। যদি মুসলিমদের সংরক্ষণ দিতে হয়, তাহলে এসসি/এসটি/ওবিসিদের থেকে তা কাটা পড়বে। রাহুল বাবা, শুধু আপনিই নন, যদি আপনার চতুর্থ প্রজন্মও আসে, তারা এসসি/এসটি/ওবিসিদের জন্য বরাদ্দ কোটা কেটে মুসলিমদের দিতে পারবে না।"
কেন্দ্রীয়মন্ত্রী এটা পরিষ্কার করে দেন বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার ২০১৯ সালে যে ৩৭০ ধারা বাতিল করেছিল, তা কোনো পরিস্থিতিতেই ফিরিয়ে আনা হবে না। তিনি সুর চড়িয়ে বলেন, "ইন্দিরা গান্ধীকেও যদি স্বর্গ থেকে আসতে হয়, ৩৭০ ধারা ফিরিয়ে আনা হবে না।"
বিরোধী MVA-কে শাহ কটাক্ষ করে বলেন, 'ঔরঙ্গজেব ফ্যান ক্লাব।' তাঁর বক্তব্য, "বিজেপি নেতৃত্বাধীন মহাযূতি জোট মহারাষ্ট্রের যোদ্ধা রাজা ছত্রপতি শিবাজী মহারাজ ও স্বাধীনতা সংগ্রামী বীর সাভারকারের আদর্শ মেনে চলে। ওরা (MVA) রাজ্যের সম্পদ ব্যবহার করে মহারাষ্ট্রের তহবিল তুলে নেব এবং দিল্লিতে টাকা পাঠাবে। অন্যদিকে, যদি বিজেপি-নেতৃত্বাধীন মহাযূতি জোট সরকার গড়ে,মোদি প্রশাসন মহারাষ্ট্রে বিশাল উন্নয়ন নিশ্চিত করবে।" চল্লিশগাঁও শহরের সভায় এমনই বক্তব্য রাখেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে