পণ্ডিত অজয় চক্রবর্তীর সঙ্গে দেখা করবেন অমিত শাহ, কটাক্ষ তৃণমূলের
বিধানসভা ভোটের আগে কি বঙ্গের বিদ্বজ্জনদের কাছে পৌঁছতে চাইছে বিজেপি?
কলকাতা: লোকসভা ভোটের আগে "সম্পর্ক ফর সমর্থন" কর্মসূচিতে মাধুরী দীক্ষিত, সলমন খান এবং কপিল দেবের মতো সেলিব্রিটিদের বাড়িতে গেছিলেন বিজেপি নেতারা। এরাজ্যেও সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়িতে যান রাহুল সিন্হা।
এবার বিধানসভা ভোটের আগেও কি একইভাবে বিদ্বজ্জনদের কাছে পৌঁছতে চাইছে বিজেপি? প্রশ্নটা উঠছে কারণ, বঙ্গসফরে এসে শুক্রবার পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতেও যাবেন অমিত শাহ। সেবিষয়ে আগাম কথা বলতে, অজয় চক্রবর্তীর কাছে যান কৈলাস বিজয়বর্গীয়, অর্জুন সিংহ, মুকুল রায়রা। এপ্রসঙ্গে ব্যারাকপুরের বিজেপি সাংসদ বলেন, অজয় চক্রবর্তীর সঙ্গে কথা হয়েছে। অমিত শাহর সঙ্গে দেখা হবে।
এবিষয়ে অমিত শাহের দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের সাংসদ সৌগত রায় বলেন, কঠোর মনোভাবের লোক। সঙ্গীতপ্রেমী কবে হলেন?
পণ্ডিত অজয় চক্রবর্তী অবশ্য অমিত শাহের সঙ্গে সাক্ষাতের আগেই জানিয়েছেন, আমার সঙ্গে বুদ্ধদেব ভট্টাচার্যের ভাল সম্পর্ক ছিল। মুখ্যমন্ত্রীর সঙ্গেও ভাল সম্পর্ক। আমার কাছে যে কেউ আসতে পারেন। আমি সঙ্গীতজগতের লোক। সেটা নিয়েই থাকতে চাই।
শুক্রবার ইজেডসিসি-তে বৈঠক করবেন অমিত শাহ। তিনি নিজে করোনা আক্রান্ত হয়েছিলেন। সে কথা মাথায় রেখে, করোনা-আবহে এই বৈঠকে যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে, সেদিকে নজর রাখা হচ্ছে।
বঙ্গসফরে এসে শুক্রবার দক্ষিণেশ্বর মন্দিরেও যাবেন অমিত শাহ। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও তাঁর কয়েকটি কর্মসূচি রয়েছে।