Bachchan Family Health Live Updates: অমিতাভের বাড়ির ২৬ জন কর্মীর করোনা রিপোর্ট নেগেটিভ
বৃহন্মুম্বই পুরনিগমের মেয়র কিশোরী পেডনেকর বলেছেন, অমিতাভের বয়স ৭৭, পূর্ব অসুস্থতাও রয়েছে। ফলে উদ্বেগ একটা রয়েছেই।
LIVE
Background
নয়াদিল্লি: শাহেনশার প্রাসাদেও করোনা হানা দিল!
অমিতাভ বচ্চন করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তে ভেঙে পড়েছে বলিউড। চতুর্দিক থেকে আসছে শুভেচ্ছা বার্তা, দ্রুত আরোগ্য কামনা। তবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন আশা প্রকাশ করেছেন দ্রুত সেরে উঠবেন তিনি।
শুধু অমিতাভ নন, তাঁর ছেলে অভিষেক বচ্চনও করোনা আক্রান্ত, তাঁরা দুজনে এখন মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি। হর্ষ বর্ধন জানিয়েছেন, তিনি হাসপাতাল কর্তৃপক্ষ ও বচ্চন পরিবার, উভয়ের সঙ্গেই যোগাযোগের চেষ্টা করেন কিন্তু লাভ হয়নি। তিনি অমিতাভ ও অভিষেকের দ্রুত সুস্থতা কামনা করেছেন। বলেছেন, আশঙ্কার কোনও কারণ নেই, তাঁরা শিগগিরই বাড়ি ফিরে আসবেন।
বৃহন্মুম্বই পুরনিগমের মেয়র কিশোরী পেডনেকর বলেছেন, অমিতাভের বয়স ৭৭, পূর্ব অসুস্থতাও রয়েছে। ফলে উদ্বেগ একটা রয়েছেই। কিন্তু তিনি একজন নাগরিক হিসেবে নিজের দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন টুইটারে নিজের রোগের কথা জানিয়ে, তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের করোনা পরীক্ষা করানোর আবেদন করে। বিগ বির ইচ্ছাশক্তির কথা বলে কিশোরী আরও বলেছেন, কোটি কোটি ভারতীয় এখন প্রার্থনা করছেন, করোনাকে হারিয়ে বাড়ি ফিরবেন পিতা-পুত্র।
জয়া বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনেরও করোনা পরীক্ষা হয়েছে। তবে তাঁদের ফল নেগেটিভ এসেছে বলে খবর। এই মুহূর্তে তাঁরা মুম্বইয়ের জুহুতে জলসা বাংলোয় সেলফ আইসোলেশনে রয়েছেন।