Amitabh Bachchan on Ratan Tata: টাকা ধার চেয়েছিলেন রতন টাটা? খোলসা করলেন অমিতাভ, আজও বিশ্বাস হয় না, বললেন নিজেই
Ratan Tata Demise: সম্প্রতি 'কৌন বনেগা ক্রোড়পতি'র মঞ্চে উপস্থিত হন ফারহা খান এবং বোমান ইরানি। তাঁদের সঙ্গে গল্পের মাঝেই রতন টাটার কথা ওঠে।
মুম্বই: নয় নয় করে একমাস হতে চলল তিনি নেই। কিন্তু যত দিন যাচ্ছে, আরও বেশি করে মানুষের মেন বেঁচে উঠছেন রতন টাটা। প্রয়াত শিল্পীকে নিয়ে একের পর এক অজানা তথ্য সামনে আনছেন কাছের মানুষেরা। এবার সেই তালিকায় নয়া সংযোজন ঘটালেন অমিতাভ বচ্চন। 'কৌন বনেগা ক্রোড়পতি' অনুষ্ঠানে রতন টাটাকে নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানালেন অমিতাভ, যা শুনে স্তম্ভিত হয়ে গেলেন সকলে। (Amitabh Bachchan on Ratan Tata)
সম্প্রতি 'কৌন বনেগা ক্রোড়পতি'র মঞ্চে উপস্থিত হন ফারহা খান এবং বোমান ইরানি। তাঁদের সঙ্গে গল্পের মাঝেই রতন টাটার কথা ওঠে। আর তাতেই আবেগ চেপে রাখতে পারেননি অমিতাভ। রতন টাটার সঙ্গে কিছু মুহূর্তের অভিজ্ঞতা, যা আজও তাঁর মনে গেঁথে রয়েছে, তা সকলকে শোনান অমিতাভ। প্রয়াত শিল্পপতির প্রতি নিজের শ্রদ্ধা ব্যক্ত করেন। (Ratan Tata Demise)
ফারহা এবং বোমানের সঙ্গে আলাপচারিতার ফাঁকে অমিতাভ বলেন, "উনি কেমন মানুষ ছিলেন, তা বলে বোঝাতে পারব না। এত সহজ-সরল একজন মানুষ।" অমিতাভ বলে চলেন, "একবার একই বিমানে চেপে লন্ডন যাচ্ছিলাম আমরা। হিথরো বিমাবন্দরে অবতরণ করি। যাঁরা ওঁকে নিতে এসেছিলেন, তাঁরা চলে গিয়ে থাকবেন। কাউকে দেখতে পাচ্ছিলেন না উনি। তাই ফোন বুথে ঢোকেন যোগাযোগ করার জন্য।"
View this post on Instagram
ওই ঘটনার বিবরণ দিয়ে অমিতাভ বলেন, "আমি বাইরেই দাঁড়িয়ে ছিলাম। কিছু ক্ষণ পর উনি এলেন। উনি যা বললেন, তা আজও বিশ্বাস করতে পারি না। উনি বলেন, 'অমিতাভ, তোমার থেকে কিছু টাকা ধার পেতে পারি? ফোন করার মতো টাকা নেই আমার কাছে'।" আরও একটি ঘটনার কথা উল্লেখ করেন অমিতাভ। বলেন, "আমি এবং কিছু বন্ধু একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। অনুষ্ঠান শেষ হওয়ার পর আমার এক বন্ধুর কাছে এগিয়ে আসেন উনি (রতন টাটা)। বলেন, 'আমাকে বাড়ি ছেড়ে দেবেন দয়া করে? আপনার বাড়ির ঠিক পিছনেই থাকি আমি'। বিশ্বাস করতে পারেন যে, রতন টাটার গাড়ি ছিল না?"
রতন টাটার সঙ্গে অমিতাভের প্রথন সাক্ষাৎ বিমানেই। প্রথম সাক্ষাতে যদিও অমিতাভকে চিনতে পারেননি রতন টাটা। রতন টাটাকে দেখে বিনম্রতা, মানবিকতা শিখেছেন বলে আগেও জানিয়েছেন অমিতাভ। গত ৯ অক্টোবর মারা যান রতন টাটা। সেদিনও শোকবার্তা পোস্ট করেন তিনি। রতন টাটার মৃত্যু ভারতের জন্য অত্যন্ত দুঃখের দিন বলে মন্তব্য করেন।