Amritsar Liquor News: নেশাই হল কাল! মদ পান করতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল ১৪ জন, হাসপাতালে সঙ্কটজনক একাধিক
Toxic Liquor: জানা গিয়েছে, অমৃতসরের ৪টি গ্রাম থেকে আচমকাই অনেকের অসুস্থতার খবর আসতে শুরু করে। এরই মধ্যে হাসপাতালে পৌছনোর আগেই মৃত্যু হতে শুরু করে অনেকের।

পঞ্জাব: নেশাই কাড়ল প্রাণ। পঞ্জাবের অমৃতসরের মাজিথা এলাকায় বিষ মদ পান করে ১৪ জনের মৃত্যু হয়েছে এবং আরও ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। অমৃতসরের এসএসপি (গ্রামীণ), মনিন্দর সিং ইন্ডিয়া টুডে সংবাদমাধ্যমকে মৃত্যুর খবর নিশ্চিত করেছে। জানা গিয়েছে, বিষমদ খেয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েছেন ৪ জেলার একাধিক স্থানীয়।
অমৃতসরের এসএসপি মনিন্দর সিং বলেন, "গত রাত ৯.৩০ টার দিকে আমরা খবর পাই যে বিষ মদ পান করে মানুষ মারা যাচ্ছে। আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে চারজনকে আটক করেছি। আমরা প্রধান সরবরাহকারী প্রভজিৎ সিংকে গ্রেফতার করেছি।" এমনকী জানা গিয়েছে, জিজ্ঞাসাবাদের সময় প্রভজিৎ সিং মূল সরবরাহকারী সাহাব সিং-এর নাম প্রকাশ করেছেন।
জানা গিয়েছে, অমৃতসরের ৪টি গ্রাম থেকে আচমকাই অনেকের অসুস্থতার খবর আসতে শুরু করে। এরই মধ্যে হাসপাতালে পৌছনোর আগেই মৃত্যু হতে শুরু করে অনেকের। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ, এমনটাই খবর।
পুলিশের তরফে বলা হয়েছে, 'আমরা পঞ্জাব সরকারের কাছ থেকে নকল মদের সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য কঠোর নির্দেশ পেয়েছি। অভিযান চলছে, এবং শীঘ্রই প্রস্তুতকারকদের গ্রেপ্তার করা হবে। কঠোর ধারায় দুটি এফআইআর দায়ের করা হয়েছে। লোকদের সনাক্ত করার জন্য ঘরে ঘরে যাচ্ছি যারা মদ খেয়ে থাকতে পারে। এই ঘটনাটি পাঁচটি গ্রামে প্রভাব ফেলেছে। ৫টি গ্রাম থেকে আমরা রিপোর্ট পেয়েছি যে গতকাল যারা মদ্যপান করেছিলেন তাদের অবস্থা আশঙ্কাজনক।'
পুলিশের তরফে বলা হয়, 'আমাদের মেডিকেল টিম এখনও ঘরে ঘরে যাচ্ছে। মানুষের কিছু লক্ষণ থাকুক বা না থাকুক, আমরা তাদের হাসপাতালে নিয়ে যাচ্ছি যাতে আমরা তাদের বাঁচাতে পারি। সরকার সম্ভাব্য সকল সহায়তা প্রদান করছে। আমরা নিশ্চিত করছি যে এই মৃত্যুর সংখ্যা যেন না বাড়ে... আমরা সরবরাহকারীদের গ্রেপ্তার করেছি এবং আরও তদন্ত চলছে।'
অমৃতসরের মাজিথায় একটি নকল মদের চক্রের বিরুদ্ধে পাঞ্জাব সরকার বড় ধরনের পদক্ষেপ নিয়েছে। প্রধান অভিযুক্ত প্রভজিৎ সিংকে গ্রেপ্তার করা হয়েছে এবং জাল মদ সরবরাহ নেটওয়ার্কের মূল পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে।






















