মার্সিডিজের ধাক্কায় নিহত ফুড ডেলিভারি সংস্থার কর্মী, পরিবারের পাশে সোনু, সাহায্য করবেন ন্যয়বিচার পেতে
পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন সতীশ। তাঁর মর্মান্তিক পরিণতির জানা মাত্রই সোনু সিদ্ধান্ত নেন, সতীশের পরিবারের পাশে দাঁড়াবেন। প্রয়াত তরুণের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি।
মুম্বই: আবারও সেই সোনু সুদ। মার্সিডিজের ধাক্কায় নিহত ফুড ডেলিভারি সংস্থার কর্মীর পরিবারের পাশে বলিউড অভিনেতা।
প্রতিদিনের মতো বাড়ি থেকে স্কুটারে বেরিয়েছিলেন সতীশ গুপ্ত নামে ফুড ডেলিভারি সংস্থার ওই কর্মী। কিন্তু মার্সিডিজের ধাক্কায় প্রাণ হারান ১৯ বছরের ওই তরুণ। বৃহস্পতিবার রাতে মুম্বইয়ের ওশিয়ারায় একটি মার্সিডিজ তাঁর স্কুটারে সজোরে ধাক্কা মারে। তৎক্ষণাত মৃত্যু হয় সতীশের। পুলিশ সূত্রে খবর, মার্সিডিজটি দ্রুত গতিতে ছুটে আসার ফলেই ঘটে দুর্ঘটনা। মার্সিডিজের চালক তথা অভিযুক্তের নাম তৌফর তনবীর শেখ।
পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন সতীশ। তাঁর মর্মান্তিক পরিণতির জানা মাত্রই সোনু সিদ্ধান্ত নেন, সতীশের পরিবারের পাশে দাঁড়াবেন। প্রয়াত তরুণের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। বলিউড অভিনেতা জানিয়েছেন, তিনি ওই পরিবারকে সাহায্য করবেন। তিনি আরও বলেছেন, তরুণের মৃত্যুর ন্যায়বিচার পেতে তিনি নিজে সরাসরি পুলিশের সঙ্গে কথা বলবেন। তবে কীভাবে সাহায্য করবেন ওই পরিবারকে, তা অবশ্য স্পষ্ট করে জানাননি তিনি।
উল্লেখ্য, লকডাউনে পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণার সঙ্গে নিজেকে জড়িয়ে নিয়েছিলেন এই বলিউড অভিনেতা। দেশে এবং দেশের বাইরে আটকে পড়া বহু মানুষকে তিনি নিজের খরচে এবং উদ্যোগে বাড়ি ফিরিয়েছিলেন তিনি। পরিযায়ী শ্রমিকদের দুর্দশার এখনও নিরসন হয়নি। সোনু এখনও নানা সামাজিক কাজ করে চলেছেন। লেখাপড়ার সুযোগ করে দিয়ে পড়ুয়াদের স্বপ্ন গড়ে দিচ্ছেন তিনি। স্বাস্থ্য পরিষেবার কাজে লাগার জন্য জুহুতে নিজের হোটেল দিয়েছেন তিনি। পাশাপাশি দুঃস্থদের জন্য খাবারের বন্দোবস্তও করেছেন।