Ancient Indian Civilization: মোদির গ্রামে মাটির তলায় 'খনি', মোড় ঘোরাবে ইতিহাসের?
PM Narendra Modi: নরেন্দ্র মোদির গ্রামের এলাকায় দীর্ঘদিন খনন চালিয়ে খোঁজ মিলেছে ২৮০০ বছরের পুরনো সভ্য়তার
কলকাতা: মাটির তলায় প্রাচীন সভ্যতার হদিশ। সেটাও ভারতের মাটিতে। আরও ভাল করে বললে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) এলাকায়। সেখানেই মাটির তলায় খোঁজ মিলেছে এমন 'খনি'।
নতুন এই খোঁজের সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার যোগও। কারণ যে দল এই গবেষণা চালিয়েছে সেখানে রয়েছেন IIT খড়্গপুর-এর গবেষকরা। IIT খড়্গপুর, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, Physical Research Laboratory, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় এবং ডেকান কলেজ থেকে বিশেষজ্ঞদের নিয়ে তৈরি হয়েছে এই বিশেষ গবেষণা দল। তারাই গুজরাতের (Gujarat) ভাদনগরে (Vadnagar) এমন মনুষ্য বসতির খোঁজ পেয়েছে যেটি খ্রিষ্টপূর্ব ৮০০ শতকের অর্থাৎ কমবেশি ২৮০০ বছরের পুরনো।
ANI-এর একটি সাক্ষাৎকারে IIT Kharagpur-এর জিয়োলজি এবং জিয়োফিজিক্স-এর অধ্যাপক ড. অনিন্দ্য সরকার বলেছেন, 'আমরা ভাদনগরে ASI-এর সঙ্গে গত ৪-৫ বছর ধরে কাজ করছিলাম। খুব প্রাচীন একটি বুদ্ধ মঠেরও খোঁজ পাওয়া গিয়েছে। ২০১৬ থেকে ASI খননকার্য চালিয়েছে, ২০ মিটার পর্যন্ত খুঁড়েছে। ভাদনগরে ইতিহাস বহু প্রাচীন। সাংস্কৃতিক দিক থেকে বিচার করলে সাতটি স্তর পাওয়া গিয়েছে। যার মধ্যে সবচেয়ে প্রাচীন স্তরটি ২৮০০ বছরের পুরনো।'
#WATCH | Gujarat: Remains of a 2800-year-old settlement found in PM Narendra Modi's village, Vadnagar. pic.twitter.com/Fefjt7Dn9Z
— ANI (@ANI) January 16, 2024
হরপ্পা সভ্যতার উত্থান এবং পতন নিয়ে গবেষণার শেষ নেই। এখনও বহু প্রশ্ন রয়েছে যার উত্তর খোঁজা হচ্ছে। IIT Kharagpur-এর তরফে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে তাতে বলা হচ্ছে এই গবেষণার মাধ্যমে এই এলাকার সভ্যতার গতিপ্রকৃতি যেভাবে বদল হয়েছে তা খোঁজা হচ্ছে। এই তিন হাজার বছর ধরে একাধিক রাজত্বের উত্থান-পতন, মধ্য এশিয়া থেকে বারবার আক্রমণ, তার কারণ, ওই এলাকার জলবায়ু বদল, খরা-বন্য়া এই সবকিছুর মধ্যে যোগসূত্র রয়েছে বলে ইঙ্গিত দিচ্ছে এই সমীক্ষা।
#WATCH | Gujarat: On remains of a 2800-year-old settlement found in PM Narendra Modi's village, Vadnagar, Professor of Geology and Geophysics at IIT Kharagpur, Dr Anindya Sarkar says, "We have been working in Vadnagar with the ASI for the last 4-5 years... A very old Buddhist… pic.twitter.com/ybPPEDwdYc
— ANI (@ANI) January 16, 2024
সম্প্রতি এই গবেষণা নিয়ে 'Climate, human settlement, and migration in South Asia from early historic to medieval period: Evidence from new archaeological excavation at Vadnagar, Western India' শীর্ষক একটি পেপার প্রকাশ করা হয়েছে। 'Quaternary Science Reviews' জার্নালে প্রকাশিত হয়েছে এই পেপার।
PTI-সূত্রের খবর, এই গবেষণা পত্রের অন্যতম লেখক ASI এর আর্কিওলজিস্ট অভিজিৎ অম্বেডকর বলেছেন, 'যা খননকার্য হয়েছে তাতে সাতটি সাংস্কৃতিক স্তরের খোঁজ মিলেছে। মৌর্য সভ্যতা, ইন্দো-গ্রিক, শক-ক্ষত্রপ, হিন্দু-সোলাঙ্কি, সুলতান-মুঘল যুগের নির্দশন মিলেছে।' তিনি আরও জানিয়েছেন, মাটির জিনিসপত্র, তামা, সোনা, লোহা ও রুপোর সামগ্রী পাওয়া গিয়েছে। গ্রিক রাজার কয়েনও পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: একটা স্টকের দাম দেড় লাখ টাকা, ভারতের সবচেয়ে দামি স্টক এটি,গড়ল নতুন রেকর্ড