এক্সপ্লোর
লকডাউনে কাজ হারিয়ে খড়্গপুরে আত্মহত্যা অন্ধ্রপ্রদেশের দম্পতির
কাজ ছিল না, ছিল না টাকা...অনটনে চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন, দাবি পরিচিতদের

খড়্গপুর: অন্ধ্রপ্রদেশ থেকে ১০৩৫ কিলোমিটার দূরে খড়গপুরে এসেছিলেন কাজের খোঁজে। লকডাউনে কাজ হারিয়ে কি আত্মহত্যার পথ বেছে নিলেন সেই দম্পতি? একসঙ্গে দু’জনের মৃতদেহ উদ্ধারের পর এমনটাই দাবি স্থানীয়দের।
খড়গপুর নিমপুরার স্থানীয় বাসিন্দা বলেন, লকডাউনের আগেই অন্ধ্রে দেশের বাড়ি থেকে ফিরেছেন ওই দম্পতি। কাজ ছিল না বলে হতাশায় ভুগছিলেন। মৃতদের নাম ভেঙ্কট রাও এবং মহালক্ষ্মী রাও। অন্ধ্রপ্রদেশের বাসিন্দা, এই দম্পতি ভাড়া থাকতেন খড়গপুরের নিমপুরায়। শুক্রবার সকালে পাশের ওয়ার্ডের একটি মাঠ থেকে দু’জনের মৃতদেহ উদ্ধার হয়। এক প্রতিবেশী বলেন, ওনারা স্বামী-স্ত্রী, অন্ধ্রপ্রদেশ থেকে এসেছেন। লকডাউনের জন্য কাজ হারিয়েছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, বিষ খেয়ে আত্মহত্যা করেছেন দম্পতি। তবে এর নেপথ্যে কাজ হারানোর হতাশা না অন্য কিছু? তা জানতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















