Child Birth Gift: তৃতীয় সন্তান হলে মিলবে ৫০ হাজার টাকা! সাংসদের পুরস্কার ঘোষণায় তুমুল বিতর্ক
Andhra Pradesh News: এছাড়াও যদি তৃতীয় সন্তানটি পুত্রসন্তান হয়, সেক্ষেত্রে একটি গরুও দেওয়া হবে বলে ঘোষণায় বলা হয়েছে।

এবার তিন নম্বর সন্তান কোন আলো করে এলে, সরকারই দেবে বিশাল অঙ্কের টাকা। এমন ঘোষণা করলেন এক সাংসদ। এরপরই তুমুল বিতর্ক। অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ও তেলেগু দেশম পার্টির (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নাইডু রাজ্যে জনসংখ্যা বৃদ্ধি করা উচিত বলে একটি ঘোষণা করেছিলেন। পরই টিডিপির বিজয়নগরমের সাংসদ কালীসেট্টি আপ্পালা নাইডু তৃতীয় সন্তান জন্ম দিলে মহিলাদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা বলেন।
এছাড়াও যদি তৃতীয় সন্তানটি পুত্রসন্তান হয়, সেক্ষেত্রে একটি গরুও দেওয়া হবে বলে ঘোষণায় বলা হয়েছে। সাংসদ আপ্পালা নাইডু বলেন, তিনি তাঁর ব্যক্তিগত বেতন থেকে পুরস্কারের এই টাকা দেবেন। তবে তৃতীয় সন্তান হলে নগদ অর্থ ও গরু দেওয়ার ঘোষণা সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
চন্দ্রবাবু নাইডু এই প্রস্তাবের জন্য সাংসদ অ্যাপ্পালা নাইডুর প্রশংসা করেছেন। তিনি বলেছেন, এই ধরনের উদ্যোগ রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে, চন্দ্রবাবু নাইডু গত মার্চ মাসে দিল্লি সফরকালে দক্ষিণ ভারতের জনসংখ্যা কমে যাওয়ার বিষয়টি তুলে ধরেছিলেন। তিনি বলেছিলেন যে, দক্ষিণ ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ধীর গতিতে চলছে এবং এর ফলে ভবিষ্যতে আরও বড় চ্যালেঞ্জ সৃষ্টি হবে।
আরও পড়ুন, ভয়ঙ্কর বিস্ফোরণে কাঁপল এলাকা! রিল বানানোর নেশায় উড়ল গোটা বাড়ি, চতুর্দিকে গ্যাসের গন্ধ
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ও টিডিপি সভাপতি চন্দ্রবাবু নাইডু শনিবার ঘোষণা করেছেন যে, সমস্ত নারী কর্মীকে তাদের সন্তান জন্ম দেওয়ার সময় ছুটি দেওয়া হবে, সে কোন সন্তানই হোক না কেন। আগের সিদ্ধান্ত অনুযায়ী, প্রসূতি ছুটি শুধুমাত্র দুই সন্তানের ক্ষেত্রে দেওয়া হত। তবে নতুন সিদ্ধান্তে এখন সব সন্তানের ক্ষেত্রে ছুটি দেওয়া হবে। এই পদক্ষেপের মাধ্যমে পরিবার বৃদ্ধিকে উৎসাহিত করা এবং মহিলাদের কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে সমতা বজায় রাখতে সাহায্য করবে।
চন্দ্রবাবু নাইডুর কথায়, 'আমরা মহিলাদের ক্ষমতায়ন করতে এবং অন্ধ্রপ্রদেশের জন্য শক্তিশালী ভবিষ্যত গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। এই নতুন পদক্ষেপ এবং প্রস্তাবের মাধ্যমে চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের জনগণের জন্য এক নতুন দৃষ্টিভঙ্গি এবং ভবিষ্যতের আশার সূচনা করেছেন'।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
