এক্সপ্লোর
দেখুন: মহারাষ্ট্রের ন্যাশনাল পার্কে তোলা বাঘিনীর দুরন্ত কিছু ছবি শেয়ার করলেন কুম্বলে, প্রশংসায় অনুরাগীরা
ভারতের কিংবদন্তী ক্রিকেটার অনিল কুম্বলে চলতি বছরের গত মে মাসে মহারাষ্ট্রের চন্দ্রপুরে তাডোবা আন্ধারি ন্যাশনাল পার্কে গিয়েছিলেন। জঙ্গলে সফরের সময় মায়া নামের বাঘিনীর অন্য এক বাঘিনীকে তাড়া করার দুর্দান্ত কিছু ছবি শেয়ার করেছেন ভারতীয় দলের প্রাক্তন লেগ স্পিনার।

নয়াদিল্লি: ভারতের কিংবদন্তী ক্রিকেটার অনিল কুম্বলে চলতি বছরের গত মে মাসে মহারাষ্ট্রের চন্দ্রপুরে তাডোবা আন্ধারি ন্যাশনাল পার্কে গিয়েছিলেন। জঙ্গলে সফরের সময় মায়া নামের বাঘিনীর অন্য এক বাঘিনীকে তাড়া করার দুর্দান্ত কিছু ছবি শেয়ার করেছেন ভারতীয় দলের প্রাক্তন লেগ স্পিনার। ট্যুইটারে তাঁর ক্যামেরায় তোলা বেশ কিছু ছবি কুম্বলে শেয়ার করেছেন। নিজের এলাকায় দখল রাখার জন্য মায়া নামের বাঘিনীর অন্য এক বাঘিনীকে তাড়া করার দুর্লভ ছবি ধরা পড়েছে তাঁর ক্যামেরায়। ছবিগুলিতে দেখা গিয়েছে, তাড়া করতে গিয়ে অন্য বাঘিনীর সঙ্গে লড়াই বেঁধে যায় মায়া বাঘিনীর।
কুম্বলের এই ছবিগুলিতে এগারো হাজারের বেশি লাইক পড়েছে, রিটুইট হয়েছে প্রায় সাড়ে সাতশো। অনুরাগীরা কুম্বলের ছবি তোলার জন্য ধৈর্য্য, নিষ্ঠা ও একাগ্রতার ভূয়সী প্রশংসা করেছেন।I had a once in a lifetime sighting of Maya the tigress in #Tadoba, who was protecting her territory from another tigress. The sequence of pictures shared depicts the ferocious chase that culminated in a fight and a civilised way of asking the intruder to leave her territory. pic.twitter.com/S7PXytLutg
— Anil Kumble (@anilkumble1074) November 27, 2019
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















