করোনায় ফোর্ট উইলিয়ামের সেনা ব্রিগেডিয়ারের মৃত্যু
করোনা থেকে আরোগ্যলাভ করেছেন ব্রিগেডিয়ারের স্ত্রী ও ২ মেয়ে...
কলকাতা: করোনায় কলকাতায় সেনা অফিসারের মৃত্যু। সেনা সূত্রের খবর ব্রিগেডিয়ার পদমর্যাদার এক আধিকারিকের মৃত্যু হয়েছে। ফোর্ট উইলিয়ামে কর্মরত ছিলেন ওই ব্রিগেডিয়ার। নাম বিকাশ শ্যামল। আজ সকালেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
সেনা সূত্রে খবর, কিছুদিন আগে অসুস্থ হওয়ায় তাঁর করোনা পরীক্ষা হয়। সেখানেই পজিটিভ হন তিনি। এরপর, তাঁকে বারাকপুরের মিলিটারি হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে বাঁচানোর সব রকম চেষ্টা চালানো হয়। কিন্তু, নিউমোনিয়া ও কোভিড-১৯ উপসর্গের কারণে তাঁর মৃত্যু হয়।
সেনা সূত্রে খবর, ব্রিগেডিয়ারের স্ত্রী ও ২ কন্যাও কোভিড পজিটিভ হন। কিন্তু, তাঁরা সকলেই আরোগ্যলাভ করেছেন।
এদিকে, ওই ব্রিগেডিয়ার সাম্প্রতিককালে কাঁদের সংস্পর্শে এসেছেন তাঁদের চিহ্নিত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।