LIVE UPDATES: প্রবেশ ভার্মার বক্তৃতার সময় লোকসভায় ওয়াক আউট বিরোধীদের
LIVE
Background
নয়াদিল্লি: জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় ও শাহিনবাগে গুলি চালানোর ঘটনায় আজ সকাল থেকে উত্তাল হল সংসদ। লোকসভায় কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর বলতে উঠলে বিরোধীরা স্লোগান দিতে থাকেন, গোলি মারনা বন্ধ কর। অভিযোগ, দিল্লির এক নির্বাচনী জনসভায় অনুরাগ বলেন, দেশদ্রোহীদের গুলি করে দাও।
বৃহস্পতিবার জামিয়ায় এক যুবকের ছোঁড়া গুলিতে এক পড়ুয়া আহত হন বলে অভিযোগ। শনিবার ঘটে শাহিনবাগে গুলি চালানোর ঘটনা। এর মধ্যে গত রাতে ফের জামিয়ার ৫ নম্বর গেটের সামনে ২ অজ্ঞাতপপরিচয় যুবক একটি গুলি ছুঁড়ে পালিয়ে যায় বলে অভিযোগ। এ নিয়ে আজ সংসদ বসতেই উভয় কক্ষে হইচই শুরু হয়। লোকসভা অধ্যক্ষ ওম বিড়লা বিরোধীদের বলেন, আপনাদের সাংসদে প্রশ্ন করতে পাঠানো হয়েছে, স্লোগান দিতে নয়। কিন্তু গোলি মারনা বন্ধ করো স্লোগান থামেনি তাতে। স্লোগান ওঠে, ভারত বাঁচাও, গণতন্ত্র বাঁচাও।
রাজ্যসভাতেও একইভাবে চলে হইচই। অশান্তির জেরে বেলা বারোটা পর্যন্ত স্থগিত হয়ে যায় অধিবেশন।
“Adhir Ranjan Chowdhury, Congress in Lok Sabha: Common people of India are protesting to save the constitution, they are protesting while holding the constitution & singing the national anthem but they are being fired at. People of India are being killed mercilessly.”
“#BudgetSession2020: Opposition MPs raise 'Goli maarna band karo' slogans as MoS Finance Anurag Thakur speaks in Lok Sabha.”