World War 3: ৪৮ ঘণ্টার মধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধ, ঘোষণা ভারতীয় নস্ত্রাদামুসের
Kushal Kumar Predictions: এর আগে, ইজরায়েল বনাম হামাস যুদ্ধেরও ভবিষ্যদ্বাণী করেছিলেন কুশল।
নয়াদিল্লি: এক যুদ্ধ চলাকালীনই, অন্য যুদ্ধের সূচনা ঘটছে পশ্চিম এশিয়ায়। সেই আবহেই বড় ঘোষণা ভারতীয় 'নস্ত্রাদামুস' কুশল কুমারের। ৪ অথবা ৫ অগাস্ট থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে বলে ঘোষণা করলেন তিনি। জ্যোতিষ হিসেবে নামযশ রয়েছে কুশলের। আন্তর্জাতিক রাজনীতি, বিপর্যয় নিয়েও ভবিষ্যদ্বাণী করেন। ইরান এবং ইজরায়েলি সংঘাতে যখন যুদ্ধ ঘনিয়ে আসছে, সেই আবহেই তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে বড় ঘোষণা করলেন কুশল। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে বলে দাবি করেছেন তিনি। (World War 3)
এর আগে, ইজরায়েল বনাম হামাস যুদ্ধেরও ভবিষ্যদ্বাণী করেছিলেন কুশল। ভূরাজনৈতিক সংঘাত ভয়ঙ্কর বিপর্যয় ডেকে আনবে বলে ঘোষণা করেছিলেন তিনি। তাঁর সেই ভবিষ্যদ্বাণী সত্য প্রমাণিত হয় গত বছরই। গত বছর ৭ অক্টোবর থেকে এখনও পর্যন্ত যুদ্ধে লিপ্ত ইজরায়েল এবং হামাস। গাজা এবং ওয়েস্ট ব্যাঙ্ক মিলিয়ে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন শুধু তাই নয়, এই যুদ্ধের দরুণই ইরান বনাম ইজরায়েলের মধ্যে যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে। আমেরিকা পর্যন্ত অতিরিক্ত সৈন্য-সামন্ত, ক্ষেপণাস্ত্র নামাতে শুরু করেছে। (Kushal Kumar Predictions)
শুধু তাই নয়, ইতিমধ্যেই ইজরায়েলকে লক্ষ্য করে একঝাঁক রকেট ছুড়েছে লেবাননের হেজবোল্লা। ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুথিও ইজরায়েলের বিরুদ্ধে হামলার হুঁশিয়ারি দিয়েছে। প্যালেস্তিনীয় সংগঠন হামাস নেতা ইসমাইল হানিয়ের হত্যার প্রতিশোধ নিতে ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে ইরানও। এই মুহূর্তে পশ্চিম এশিয়ায় নতুন করে, আরও বৃহত্তর স্তরে যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে।
সেই আবহে কুশলের ভবিষ্যদ্বাণী নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। কারণ শুধুমাত্র পশ্চিম এশিয়াই নয়, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যেও যুদ্ধ চলছে। সেই আবহেই গত সপ্তাহে আলাস্কার কাছে, আমেরিকার গা ঘেঁষে যুদ্ধবিমানে মহড়া চালায় রাশিয়া এবং চিন। কিউবাতেও সেনা মহড়া শুরু হয়েছে। তীব্র থেকে তীব্রতর হচ্ছে রাশিয়া এবং রোমানিয়ার সংঘাত।
এর আগেও তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন কুশল। ২০২৪ সালের গোড়ায় তিনি জানান, জুন মাসের মাঝামাঝি সময়ে আন্তর্জাতিক সংঘাত বড় আকার ধারণ করবে। জুলাইয়ের শেষ থেকে পরিস্থিতি যুদ্ধের দিকে এগোবে। ভারতের হরিয়ানায় বাস কুশলের। নিজে ব্লগও লেখেন। প্রায়শই তাঁর ভবিষ্যদ্বাণী ফলে যায়। যে কারণে ফ্রান্সের নস্ত্রাদামুসের সঙ্গে তুলনা করে তাঁকে ভারতীয় নস্ত্রাদামুস বলা হয়।