Accident by Train: দ্রুত গতিতে ছুটে আসছিল ট্রেন, রেলগেটে ধাক্কা ৩ মহিলাকে, মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া
Assam Accident News: প্রাতঃভ্রমণে গিয়ে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু ৩ মহিলার, রেলগেটের সুরক্ষা নিয়ে উঠল প্রশ্ন

নয়া দিল্লি: সকালের অভ্যাসবশত ভ্রমণে বেরিয়েছিলেন তিন মহিলা। মর্নিং ওয়াক সেরে বাড়ি ফেরার কথা ছিল এই তিনজনেরই। দেহ ফিরল, তবে নিথর হয়ে। সোমবার সকালে আসামের বোকোর বামুনিগাঁও রেলওয়ে স্টেশনের কাছে একটি দ্রুতগামী ট্রেনের ধাক্কায় তিন মহিলার মৃত্যু ঘিরে শোকের ছায়া গোটা এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহতরা তাদের নিয়মিত সকালের হাঁটার জন্য বের হয়েছিলেন, ঠিক সেই সময় দুটি ট্রেন একই সাথে এই অংশ অতিক্রম করে। গুয়াহাটিগামী একটি ট্রেন পেছন থেকে এসে লেভেল ক্রসিং গেটের কাছে তাদের ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
স্থানীয়রা দৃশ্যটিকে ভয়াবহ বলে বর্ণনা করেছেন। অন্যদিকে পুলিশ ঘটনাস্থলের তদন্ত শুরু করেছে। নিহতরা হলেন উত্তরা দাস (৫০), রুমি দাস (৩৫) এবং করবী মালি (৩৫), এরা সকলেই চাতাবাড়ি গ্রামের বাসিন্দা।
এদিকে, সাম্প্রতিক সময়ে কামাখ্যা-জোগিঘোপা লাইনে একই ধরণের রেল দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন প্রাণ হারিয়েছেন, যা রেলপথের কাছে পথচারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।
এর আগে তামিলনাড়ুতে এমন একটি ঘটনা ঘটেছিল। রেললাইন পারাপারের সময় স্কুলভ্যানে ট্রেনের ধাক্কা ৷ পড়ুয়াসমেত ভ্যানটিকে ৫০ মিটার পর্যন্ত টেনে নিয়ে গেল প্যাসেঞ্জার ট্রেন ৷ ঘটনাস্থলে মৃত্যু ৩ পড়ুয়ার৷ ঘটনায় গুরুতর আহত ৪ জন ৷ যার মধ্যে রয়েছে ৬ জন পড়ুয়া, স্কুলভ্যান চালক এবং একজন প্রত্যক্ষদর্শী ৷ দুর্ঘটনার বিষয়ে রেল জানিয়েছে, সকাল ৭টা ৪৫ নাগাদ, পড়ুয়াদের নিয়ে স্কুলভ্যানটি কাড্ডালোর এবং আলাপ্পাক্কামের মধ্যে রেলওয়ে লেভেল ক্রসিং গেট নং ১৭০ অতিক্রম করার চেষ্টা করে ৷ সেই সময় ট্রেন নং 56813 ভিল্লুপুরম-মায়িলাদুথুরাই প্যাসেঞ্জার ট্রেনটি ধাক্কা মারে স্কুল ভ্যানটিকে।






















