Assembly Election Result 2023 Live: 'আত্মনির্ভর ভারতের সংকল্প জয়ী হয়েছে', বিজেপির সাফল্য-'মন্ত্র' তুলে ধরলেন মোদি
Assembly Elections Result 2023 Live Updates: চব্বিশের আগে আজ ৪ রাজ্যের রায়। মরুরাজ্য রাজস্থানের সিংহাসনে কে? কার দখলে মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, তেলঙ্গানা?

Background
তেইশে মধ্য়প্রদেশের আকাশে উড়বে কার জয়ধ্বজা ? তেলঙ্গানার পাল্টাবে রাজনৈতিক ছবিটা? রাজস্থানে ম্যাজিক দেখাতে পারবে বিজেপি? (BJP) কী হবে ছত্তীসগঢ়ের ফলাফল? উত্তর মিলবে আজ (Assembly Election Result 2023 Live)। চব্বিশের আগে আজ ৪ রাজ্যের রায়। মরুরাজ্য রাজস্থানের সিংহাসনে কে? কার দখলে মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ, তেলঙ্গানা? সকাল ৮টা থেকে ভোট গণনা। সব গণনাকেন্দ্রে এবিপি আনন্দ।
২০২৪-র লোকসভা নির্বাচনের (Lok Sabha Polls) আগে আজ ৪ রাজ্যের রায়। কার দখলে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় ও তেলঙ্গানা? ছত্তীসগঢ় ও রাজস্থানে কি ক্ষমতা ধরে রাখতে পারবে কংগ্রেস? (Congress) নাকি পাঁচ বছর বিরোধী থাকার পর ক্ষমতায় ফিরবে বিজেপি? কার দখলে মধ্যপ্রদেশ ও তেলঙ্গানা? ২০১৮ সালে, মধ্য়প্রদেশে কংগ্রেস জিতলেও, দুবছরের মধ্য়েই দল ভাঙিয়ে ক্ষমতা দখল করে বিজেপি। অন্যদিকে, এক দশক ধরে তেলঙ্গানায় ক্ষমতায় রয়েছেন কে চন্দ্রশেখর রাও।
Assembly Polls 2023 Result Live: সংখ্যা গরিষ্ঠতার মাপকাঠি পার, মধ্যপ্রদেশে ১২৭ আসনে জয়ী গেরুয়া শিবির
মধ্যপ্রদেশে সংখ্যা গরিষ্ঠতা অর্জন বিজেপির। ইতিমধ্যেই ১২৭টি আসনে জয়ী গেরুয়া শিবির। ২৩০ আসনের বিধানসভায় ঐতিহাসিক জয়ের পথে বিজেপি।
Assembly Elections Result 2023 Live Updates: 'এই ভোটে জাতপাতের ভিত্তিতে ভাগাভাগির অনেক চেষ্টা হয়েছে' : মোদি
'তেলঙ্গানাতেও ক্রমশ বিজেপির প্রতি সমর্থন বাড়ছে'। সুশাসনের জয় হয়েছে। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়ে ঐতিহাসিক জয়। এই ভোটে জাতপাতের ভিত্তিতে ভাগাভাগির অনেক চেষ্টা হয়েছে।' মন্তব্য মোদির।






















