Delhi Elections 2025: মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা অতিশীর, মহিলা নেত্রীর হাতে দিল্লি তুলে দেবে BJP? মোদি আমেরিকা থেকে ফিরলে শপথ
Atishi Resigns as Delhi CM: সুষমা স্বরাজ, শীলা দীক্ষিতের পর তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে রাজধানীতে মুখ্যমন্ত্রীর দায়িত্ব হাতে নেন অতিশী।

নয়াদিল্লি: নির্বাচনে পরাজিত হয়েছে দল। দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন অতিশী। শনিবার নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। রবিবার সকালে রাজভবনে লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার সঙ্গে দেখা করে পদত্যাগপত্র জমা দিলেন অতিশী। অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পর, গত বছর সেপ্টেম্বরেই দায়িত্ব গ্রহণ করেছিলেন অতিশী। (Delhi Elections 2025)
সুষমা স্বরাজ, শীলা দীক্ষিতের পর তৃতীয় মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে রাজধানীতে মুখ্যমন্ত্রীর দায়িত্ব হাতে নেন অতিশী। আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়াল, মণীশ সিসৌদিয়া, সঞ্জয় সিংহরা যখন জেলে, সেই সঙ্কটের সময় দলকে নেতৃত্ব দিয়েছিলেন অতিশী। জেলে বসে এবং জামিনে বেরিয়ে আসার পরও তাঁর উপরই ভরসা রেখেছিলেন কেজরিওয়াল। (Atishi Resigns as Delhi CM)
দিল্লির মানুষের হাতে বিচারের দায়িত্ব ছেড়ে কেজরিওয়াল যখন মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা করেন, সেই সময়ও অতিশীর হাতেই দিল্লির দায়িত্ব অর্পণ করা হয়।
তৃতীয় বার কেজরিওয়াল জিতে ফিরলে হয়ত তিনিই ফের মুখ্যমন্ত্রী হতেন। কিন্তু দিল্লির মানুষ তাঁর দলকে নির্বাচন করেননি। নিজের আসনেও জয়ী হতে পারেননি কেজরিওয়াল। সেই আবহেও দলের মুখরক্ষা করেছেন অতিশী। দলের হেভিওয়েটরা যখন পরাজিত হয়েছেন, তিনি নিজের আসনে জয়ী হয়েছেন। আগামী দিনে কেজরিওয়ালের অনুপস্থিতিতে দিল্লির বিধানসভাতেও অতিশীকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে বলে মনে করছে রাজনৈতিক মহল।
তবে অতিশী পদত্যাগ করলে, বিজেপি এখনও নিজেদের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেনি। দৌড়ে যদিও এগিয়ে রয়েছেন প্রবেশ বর্মা। নয়াদিল্লি আসনে কেজরিওয়ালকে পরাস্ত করেছেন তিনি। কিন্তু তাঁর নামে এখনও সিলমোহর দেয়নি বিজেপি। মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে নাম রয়েছে সিনিয়র বিজেপি নেতা বিজেন্দ্র গুপ্ত, সতীশ উপাধ্যায়, আশিস সুদ এবং জিতেন্দ্র মহাজন।
তবে বিজেপি সূত্রে খবর, দলের কেন্দ্রীয় নেতৃত্বই ঠিক করবেন দিল্লির মুখ্যমন্ত্রী কে হতে পারেন। কোনও মহিলাকে দিল্লির মুখ্যমন্ত্রী করার কথাও ভাবা হতে পারে। তবে এখনই কিছু জানার উপায় নেই। কারণ এই মুহূর্তে আমেরিকা সফর নিয়ে ব্যস্ত নরেন্দ্র মোদি। ১২ থেকে ১৩ ফেব্রুয়ারি আমেরিকা সফরে ব্যস্ত থাকবেন তিনি। সাক্ষাৎ করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। মোদি দেশে ফিরলেই কে মুখ্যমন্ত্রী হবেন, কবে শপথ নেবেন, সেই সংক্রান্ত তথ্য প্রকাশ করা হবে, সেই মতো বিজেপি-র নয়া সরকার গঠিত হবে দিল্লিতে। মোদি ফিরে আসার পরই হবে শপথগ্রহণ অনুষ্ঠান।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
