(Source: ECI/ABP News/ABP Majha)
রাম প্রত্যেকের ভালো দেখতেন, আমাদের আচরণে তাঁর ঐতিহ্যের প্রতিফলন হওয়া উচিত, ভূমি পূজার পর ট্যুইট কাইফের, ফ্যানদের প্রতিক্রিয়া দেখুন
সুপ্রিম কোর্ট গত বছর অযোধ্যার বিতর্কিত ভেঙে দেওয়া বাবরি মসজিদের জমিতে মন্দির নির্মাণের ছাড়পত্র দেয়। রামের জন্মস্থানে তাঁর নামে মন্দির তৈরির হিন্দুদের দাবি স্বীকৃতি পায় শীর্ষ আদালতের রায়ে। সেই রায়ের সূত্র ধরেই আজ মহা সমারোহে অযোধ্যায় ভূমিপূজার মাধ্যমে রামমন্দির নির্মাণের আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Growing up in Allahabad,a city with Ganga-Jamuna culture,I loved watching Ramlila-a tale of compassion,co-exsistence,honour and dignity.Lord Ram saw goodness in everyone and our conduct should reflect his legacy.Don’t allow the agents of hate to come in the way of love and unity.
— Mohammad Kaif (@MohammadKaif) August 5, 2020
সুপ্রিম কোর্ট গত বছর অযোধ্যার বিতর্কিত ভেঙে দেওয়া বাবরি মসজিদের জমিতে মন্দির নির্মাণের ছাড়পত্র দেয়। রামের জন্মস্থানে তাঁর নামে মন্দির তৈরির হিন্দুদের দাবি স্বীকৃতি পায় শীর্ষ আদালতের রায়ে। সেই রায়ের সূত্র ধরেই আজ মহা সমারোহে অযোধ্যায় ভূমিপূজার মাধ্যমে রামমন্দির নির্মাণের আনুষ্ঠানিক সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সুপ্রিম কোর্টের রায়ের পর নানা মহল থেকে সমালোচনার ঝড় ওঠে। কেন্দ্রের শাসক জোট মন্দির তৈরির মাধ্যমে ইসলাম-বিরোধী এজেন্ডা কার্যকর করছে বলে অভিযোগ তোলে তারা। সেই প্রেক্ষাপটেই এই ট্যুইট ভারতীয় ক্রিকেট টিমে এই প্রাক্তন নির্ভরযোগ্য ব্যাটসম্যান, ফিল্ডারের। তবে তাঁর ট্যুইটারের জবাবে নানা জনে কেমন প্রতিক্রিয়া জানিয়েছেন, তাও দেখুন।
Agree ! But temple tod ke uper structure bana do this is not fair ! India is for everyone that’s why 300,000 mosques hai Bharat mein.. Pakistan mein kya hua sab temple tod diye. #JaiShriRam #RamMandir
— Kabir Grewalƪϐ (@Kabir_grewal1) August 5, 2020
Kaif is a Indian cricketer loved by all Indians without looking at his religion. We need more such influential Muslim who talk about peace & unity than retards like AIMPLB. Secularism is a two way street. Hindus have abided it for centuries. Time for Mus to show their secularism.
— Batsman (@paaplet) August 5, 2020
Very beautifully worded! Really our conduct MUST reflect the legacy of our faiths which always preach peace and love for all
— PrettyBrains (@PritiPalav) August 5, 2020
Secularism is not hating Hinduism but respecting all religion equally. Thanks for showing us the way, we will reciprocate. 🙏🙏
— Satish Katwal (@satish_katwal) August 5, 2020