Baba Ka Dhaba Update : 'উনি চোর ছিলেন না', সেই ইউটিউবারের কাছে ক্ষমাপ্রার্থী বাবা কা ধাবার মালিক; ভাইরাল ভিডিও
ইউটিউবার গৌরব ওয়াসানের কাছে ক্ষমা চাইলেন বাবা কা ধাবার মালিক কান্তা প্রসাদ। ভাইরাল ভিডিও।
![Baba Ka Dhaba Update : 'উনি চোর ছিলেন না', সেই ইউটিউবারের কাছে ক্ষমাপ্রার্থী বাবা কা ধাবার মালিক; ভাইরাল ভিডিও Baba Ka Dhaba Owner Apologises To YouTuber Gaurav Wasan In Viral Video Baba Ka Dhaba Update : 'উনি চোর ছিলেন না', সেই ইউটিউবারের কাছে ক্ষমাপ্রার্থী বাবা কা ধাবার মালিক; ভাইরাল ভিডিও](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/06/13/296f4b74eec611afe98fafbe67ffb732_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নিউ দিল্লি : ইউটিউবার গৌরব ওয়াসানের কাছে ক্ষমা চাইলেন বাবা কা ধাবার মালিক কান্তা প্রসাদ। তাঁর বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে কান্তা প্রসাদকে হাতজোড় করে বলতে শোনা যাচ্ছে, গৌরব ওয়াসান চোর নন। একথা তিনি কখনও বলেনওনি।
ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ওই ভিডিওয় কান্তা প্রসাদ বলেছেন, ওঁর(গৌরব ওয়াসান) বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করা ভুল হয়েছে। আমি ওঁকে ফোন করিনি, উনিই এসেছিলেন-একথা বলা আমার পক্ষে ঠিক হয়নি। এজন্য আমি ক্ষমা চাইছি।
দক্ষিণ দিল্লির মালবিয়া নগরে তাঁদের রেস্তোরাঁ ব্যবসা সফল না হওয়ায় স্ত্রী বাদামি দেবীকে নিয়ে পুরানো ধাবায় ফিরে এসেছেন ৮০ বছরের কান্তা প্রসাদ। গত বছর সাফল্য পাওয়ার পর নতুন রেস্তোরাঁ খুলতে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন কান্তা প্রসাদ। সাময়িক সাফল্য পাওয়ার পর, ব্যর্থতার মুখ দেখতে হয় তাঁকে।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, মাসিক গড় আয় কখনই ৪০ হাজার টাকা পেরোয়নি। আমি বুঝতে পারি যে, নতুন রেস্তোরাঁ খোলার সিদ্ধান্ত ভুল ছিল। রেস্তোরাঁ বন্ধ হয়ে যাওয়ার পর সেখানকার চেয়ার, বাসনপত্র এবং রান্নার সামগ্রী বিক্রি করে ৩৬ হাজার টাকা পাওয়া গিয়েছে।
গত বছর গৌরব একটি ভিডিও শেয়ার করেন। যাতে দেখা যায়, তাঁর(কান্তা প্রসাদের) দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। কিন্তু, কেউ সাহায্য করে না। একথা বলতে বলতে চোখের জল ফেলেন কান্তা প্রসাদ। তিনি জানান, স্ত্রী এবং তিনি সারা দিন ধাবায় খাবার তৈরি করে তা বিক্রি করেন। গৌরবের তোলা এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর এর হাত ধরে রাতারাতি "বাবা"র(কান্তা প্রসাদ) ভাগ্য বদলাতে থাকে। শীঘ্রই বহু মানুষ তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেন। তাঁর ধাবার বাইরে লম্বা লাইন পড়ে যায়। মানুষ তাঁর সঙ্গে ছবি তোলার জন্য হুড়োহুড়ি ফেলে দেন। যে আর্থিক সাহায্য কান্তা প্রসাদ পেয়েছিলেন, তা দিয়ে একটা নতুন রেস্তোরাঁ খোলেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)