Yunus -Pakistan PM Meet: আরও কাছাকাছি পাকিস্তান-বাংলাদেশ ! পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের ইউনূসের বৈঠক
Bangladesh Chief Adviser Yunus Pakistan PM Meet: বাংলাদেশকে ফের পাকিস্তান বানাতে চাইছেন ইউনূস ? সমালোচনার ঝড় বাংলাদেশেই
নয়াদিল্লি: কায়রোতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের (Pakistan PM Shehbaz Sharif ) সঙ্গে বৈঠক করলেন মহম্মদ ইউনূস (Bangladesh Chief Adviser Yunus Muhammad )। বিভিন্ন ইস্যুতে একে অন্যকে সহযোগিতার বার্তা দিল দুই দেশ। বাংলাদেশকে ফের পাকিস্তান বানাতে চাইছেন ইউনূস। সমালোচনার ঝড় বাংলাদেশেই।সরাসরি পাকিস্তান থেকে চট্টগ্রামে পণ্যবাহী জাহাজ। ঢাকায় নিযুক্ত পাকিস্তানের পাক-হাইকমিশনারের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক।পারমাণবিক বোমার কথা বলে, পাকিস্তানের কট্টরপন্থী নেতার বাংলাদেশের পাশে দাঁড়ানো। অন্যদিকে পাকিস্তানের পরমাণু বোমা থাকায়, উৎসাহিত বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা।
এসব তো চলছিলই সবশেষে মনে হয়, এটাই বাকি ছিল! চূড়ান্ত ভারত-বিদ্বেষী আবহে, মিশরের রাজধানী কায়রোতে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। একেবারে পরম বন্ধুর মতো একে-অন্যকে জড়িয়ে ধরলেন। করমর্দন করলেন। তারপর হল বৈঠক। শাহবাজ ও ইউনূসের বৈঠকে উপস্থিত ছিলেন দুই দেশের প্রতিনিধিরাও।
সূত্রের খবর বৈঠকে শরিফ বলেন,আমরা সত্যিই ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার অপেক্ষায় আছি। সূত্রের খবর, মুহম্মদ ইউনূস ১৯৭১ সালের বেশকিছু ইস্যু নিষ্পত্তি করার জন্য ইসলামাবাদকে অনুরোধ জানিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শরিফও ইউনূসকে তার সুবিধামত তাদের দেশে আসার আমন্ত্রণ জানান।ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে সম্মত হয়েছে দুই পক্ষ।চিনি শিল্প এবং ডেঙ্গু মোকাবিলার মতো নতুন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন দুই রাষ্ট্রপ্রধান।এদিনের বৈঠক মিশরে হলে, ইউনূসকে তাঁর সুবিধামত পাকিস্তানে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী।দুই রাষ্ট্রপ্রধানের এই বৈঠকের বিরুদ্ধে সরব হয়েছেন, বাংলাদেশেরই একাংশ।
আরও পড়ুন, সংখ্যালঘু-সংখ্যাগুরু মন্তব্য বিতর্কে মুখ খুললেন ফিরহাদ, এবার কী বললেন ?
বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ (ব্রিটেন) সাধারণ সম্পাদক সুশান্ত দাসগুপ্ত বলেন,'ডক্টর মহম্মদ ইউনূস, ওঁর একটা পাকিস্তান প্রীতি আছে। তো এই পাকিস্তান প্রীতিরই একটা নমুনা আমরা দেখলাম। এই যে পাকিস্তানের সঙ্গে পুনঃস্থাপন, সম্পর্ক পুনঃস্থানের যে বিষয়টা, এটা আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা একজন বাংলাদেশি হিসেবে কোনও পাকিস্তানির সাথে কোনও ধরনের কার্যক্রমে আমরা বিশ্বাসী না। এই যে ডক্টর মহম্মদ ইউনূস আবার পুনঃস্থাপন করলেন, এটা দিয়ে তিনি তাই প্রমাণ করলেন যে তিনি পাকিস্তানপন্থী এবং তিনি বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে চান। এর তীব্র নিন্দা আমাদের কাছ থেকে থাকল।'এদিনের বৈঠকই বলে দিচ্ছে, বাংলাদেশ ও পাকিস্তান কত কাছাকাছি চলে এসেছে।কিন্তু এবার ভারত কী করবে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।