Bangladesh News: 'কেউ যাতে...', এবার ইউনূসকে রাজধর্ম মনে করালেন বাংলাদেশের প্রধান বিচারপতি
Md. Yunus Government: কেন গ্রেফতার করা হল ইসকনের সন্ন্যাসীকে? ইউনূসের সামনে দাঁড়িয়েই সরব হয়েছেন বাংলাদেশের বিশিষ্ট কবি ফারহাদ মাজহার।
রাজশাহি : কবি ফরহাদ মজহারের পর এবার ইউনূসকে রাজধর্ম মনে করালেন বাংলাদেশের প্রধান বিচারপতি। 'কেউ যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে হবে।' চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ’৭১-এর মুক্তিযুদ্ধের শহিদদেরও স্মরণে রাখার পরামর্শ দিলেন তিনি। বললেন, ’৭১-এর মুক্তিযোদ্ধাদের সাহসিকতার জন্যই স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের ভিত্তি স্থাপিত হয়েছিল। গতকাল রাজশাহি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের অনুষ্ঠানে এই মন্তব্য করেন বাংলাদেশের প্রধান বিচারপতি। শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের প্রধান বিচারপতি হন সৈয়দ রেফাত আহমেদ।
চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে বাংলাদেশেই প্রশ্নের মুখে পড়লেন মহম্মদ ইউনূস। কেন গ্রেফতার করা হল ইসকনের সন্ন্যাসীকে? ইউনূসের সামনে দাঁড়িয়েই সরব হলেন বাংলাদেশের বিশিষ্ট কবি ফারহাদ মাজহার।
ধর্মগুরুদের নিয়ে বৈঠক। আর সেখানেই ধর্মের নামে অধর্মের পর্দাফাঁস করে দেন বাংলাদেশের প্রখ্য়াত কবি, দার্শনিক, গবেষক ও বুদ্ধিজীবী ফারহাদ মাজহার। মহম্মদ ইউনূসের সামনে দাঁড়িয়েই সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করা উচিত হয়নি বলে সাফ জানান তিনি। তিনি বলেন, আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টার কাছে যে, কী করে আজকে চিন্ময়কৃষ্ণ দাসকে এখানে গ্রেফতার করা হল? তার আইনি ভিত্তিটা কী ছিল।
বাংলাদেশে সংখ্য়ালঘু হিন্দুদের নিপীড়নের বিষয়টি এখনও পর্যন্ত প্রকাশ্য়ে স্বীকারও করেননি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। কখনও অতিরঞ্জিত বলেছেন, কখনও সত্য়তা নিয়েই প্রশ্ন তুলেছেন। এই অবস্থায় মহম্মদ ইউনূসের সামনেই চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি নিয়ে সরাসরি প্রশ্ন তুললেন বাংলাদেশের কবি ও দার্শনিক ফারহাদ মাজহার।
তিনি বলেন, "আন্তর্জাতিক মানবাধিকার, তাঁর তো সমাবেশ করার অধিকার আছে, তাঁর তো কথা বলার অধিকার আছে। আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্ময়ের সঙ্গে কথা বলেছি। আমার তাঁকে কোনওভাবে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি। তাঁদের কিছু অভিযোগ আছে। এর আগে বিভিন্নরকম রাজনৈতিক দলগুলো তাদের ব্যবহার করেছে। অত্যন্ত খারাপভাবে ব্যবহার করেছে। এই মানুষটি সেই ব্যবহার থেকে বেরিয়ে এসে, যেহেতু সে একটা সন্ত, একজন সাধু,তিনি এসে চেষ্টা করছেন সকলের সঙ্গে মিশে, তাঁর কোনও কোনও কথার মধ্যে হতে পারে আমরা দ্বিমত করতে পারি, অমত করতে পারি, রফা করতে পারি। কিন্তু অবশ্যই তিনি বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী, বাংলাদেশকে ধ্বংস করতে চায়, এরকম কোনও তৎপরতার সঙ্গে যুক্ত আছে এটা আমার কাছে কোনও প্রমাণ নেই।"