Tripura News: ত্রিপুরা সীমান্তে জিরো পয়েন্টের গা ঘেঁষে বাঁধ তৈরি করছে বাংলাদেশ, এপারে বানভাসির আশঙ্কা কৈলাশহরে !
India-Bangladesh Tension: সীমান্তে বাংলাদেশের উস্কানি-প্ররোচনা থামছে না ! উল্টে বাড়ছে ! ১৯৭১ সালে ভারতের হাতে জন্মগ্রহণ করা বাংলাদেশ এখন ভারতকেই চোখ রাঙাচ্ছে !

প্রসেনজিৎ সাহা, ঊনকোটি (ত্রিপুরা) : ত্রিপুরা সীমান্তে জিরো পয়েন্টের গা ঘেঁষে বাঁধ তৈরি করছে বাংলাদেশ। ওপারে বাঁধ তৈরি হলে বন্যায় ভাসবে কৈলাশহর। আশঙ্কায় এপারের বাসিন্দারা। বাঁধ তৈরির বিষয়টি বিধানসভা অধিবেশনে উল্লেখ করেন কংগ্রেস বিধায়ক। এরপরই সীমান্তে বাঁধ পরিদর্শনে যান ঊনকোটির জেলাশাসক। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে বলে তিনি জানান।
সীমান্তে বাংলাদেশের উস্কানি-প্ররোচনা থামছে না ! উল্টে বাড়ছে ! ১৯৭১ সালে ভারতের হাতে জন্মগ্রহণ করা বাংলাদেশ এখন ভারতকেই চোখ রাঙাচ্ছে ! এপারে ত্রিপুরার ঊনকোটি জেলার দেবীপুর সীমান্ত। ওপারে বাংলাদেশের মৌলভীবাজার জেলার আলিনগর। কাঁটাতারের বেড়ার ওপারে জিরো পয়েন্টের গা ঘেঁষে বাঁধ তৈরি করছে বাংলাদেশ। এপারে কৈলাশহরের রাঙাউটি গ্রাম পঞ্চায়েত এলাকা। স্থানীয়দের অভিযোগ, কৈলাশহরের ওপারে জিরো পয়েন্টের গায়েই ১০ কিলোমিটার দীর্ঘ বাঁধ তৈরি করছে ইউনূস সরকার। এর মধ্যেই ৩ কিলোমিটার বাঁধ তৈরির কাজ শেষ হয়েছে।
এই বাঁধ তৈরি হলে কৈলাশহর বন্যায় ভাসবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকা পরিদর্শনে যান ঊনকোটির জেলাশাসক। গ্রামবাসী ও BSF আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। ঊনকোটির (ত্রিপুরা) জেলাশাসক দিলীপকুমার চাকমা বলেন, "দেখতে এসেছি ওরা কীভাবে কাজটা করছে। দেখার পর আমাদের মনে হয়েছে, ওরা পুরনো নদী বাঁধ যেটা ছিল, অনেকটা বাড়িয়েছে। উঁচু হওয়াতে আগামী দিনে আমার মনে হচ্ছে যে, জলটা আমাদের দিকে বেশি আসবে। যেহেতু এটা জিরো লাইনে ওরা কনস্ট্রাকশন করেছে, ওখানে ওরা নাকি পিচ ঢালাইয়ের প্রস্তুতি নিচ্ছে। "
ত্রিপুরার শীতকালীন অধিবেশনে বাংলাদেশের বাঁধ নির্মাণের বিষয়টি উত্থাপন করেন কৈলাশহরের কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিংহ। এ নিয়ে কেন্দ্রের মোদি সরকারকেই দুষেছেন তিনি। কংগ্রেস বিধায়ক বলেন, "এটা কেন্দ্রীয় সরকারের দুর্বলতার জন্য। কী বলব, নেতৃত্বের দুর্বলতাও বলতে পারি। কারণ, এত বড় সাহস করেছে বাংলাদেশ। ভারতের তরফ থেকে কোনও প্রতিরোধের ব্যবস্থা নেই। এত বড় বাঁধ নির্মাণকাজ শুরু হয়ে গেছে। ৩ কিলোমিটার কমপ্লিট। সেক্ষেত্রে আমাদের ভারত সরকারের ইনটেলিজেন্স এরা কী করে ? এটা তো বিরাট ব্যর্থতা।"
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা-র সঙ্গে দেখা করে বাংলাদেশের বাঁধ নির্মাণ নিয়ে চিঠি দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। 'এই অবৈধ বাঁধ সম্পর্কে নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার কোনও ব্যবস্থা নেবে' বলে আশাপ্রকাশ করেছেন ত্রিপুরা রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য।
এর আগে কোচবিহারের মেখলিগঞ্জ সীমান্তে দেখা যায়, বাংলাদেশের লালমণিরহাট জেলায় বাঙ্কার তৈরি করছে বর্ডার গার্ড বাংলাদেশ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
