Sheikh Hasina: হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, সরকারি জমি আত্মসাতের মামলায় নাম মেয়ে-বোনেরও
Bangladesh News: ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জাজ জাকির হোসেন গালিব হাসিনাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।

নয়াদিল্লি: দুর্নীতি মামলায় এবার শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ঢাকার আদালত। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনা, তাঁর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, ব্রিটেনের সাংসদ টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং আরও ৫০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে বেআইনি ভাবে জমি আত্মসাতের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। (Sheikh Hasina)
ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জাজ জাকির হোসেন গালিব হাসিনাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। বাংলাদেশের দুর্নীতি বিরোধী কমিশন (ACC) যে চার্জশিট জমা দেয় আদালতে, সেটি গৃহীত হয়েছে। আর সেই প্রেক্ষিতেই জারি করা হয়েছে গ্রেফতারি পরোয়ানা। ৪ মে ACC-কে তদন্তের রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। ঢাকার উপকণ্ঠে পূর্বাচল এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ১০ কাঠা করে ৬০ কাঠার যে ছয়টি জমি ইজারা দিয়েছিল, সেটিই বেআইনি ভাবে আত্মসাত করার অভিযোগ রয়েছে। (Bangladesh News)
রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক এবং ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এর মধ্যে হাসিনা এবং টিউলিপের বিরুদ্ধে তিনটি পৃথক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে। জানা গিয়েছে, পূর্বাচলের নতুন শহর প্রকল্পের অধীনে থাকা ১০ কাঠার একটি প্লট হাতানোর অভিযোগ রয়েছে রেহানার বিরুদ্ধে। সেই নিয়ে গত ১৩ জানুয়ারি মামলা দায়ের হয়। সেই মামলায় নাম জড়ায় হাসিনা, টিউলিপদেরও।
এই মামলায় যে চার্জশিট দিয়েছে ACC, তাতে বলা হয়েছে, রেহানা, তাঁর মেয়ে বা ছেলে কেউই জমির জন্য কোনও লিখিত আবেদন করেননি। হাসিনার বলে বলীয়ান হয়ে আধিকারিকদের উপর চাপসৃষ্টি করেন, প্রভাব খাটিয়ে হস্তগত করেন জমিটি। সেই সময় যেহেতু ক্ষমতায় ছিলেন হাসিনা, তাই তাঁর বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে। একাধিক ধারায় মামলা দায়ের হয়।
হাসিনার মেয়ে সায়মা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া বিভাগের ডিরেক্টর। এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন তিনি। গত বছর বাংলাদেশ ছাড়ার পর থেকে হাসিনাও দিল্লিতে রয়েছেন। তাঁকে দেশে ফিরিয়ে, বিচারের আওতায় আনতে বিশেষ ভাবে তৎপর হয়ে উঠেছে বাংলাদেশের মহম্মদ ইউনূস সরকার। হাসিনা নিজে ভিডিও কনফারেন্সে দলকে বার্তা দিলেও, দেশে ফেরার ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানাননি তিনি। বাংলাদেশের রাজনীতিতে হাসিনার প্রত্যাবর্তন আদৌ ঘটবে কি না, তা নিয়ে সন্দিহান অনেকেই। আওয়ামি দল যদিও হাসিনাকে দেশে ফেরানোর ব্যাপারে আন্দোলনের প্রস্তুতি নিতে শুরু করেছে।






















